সুজিত ভৌমিক ও সর্বানন্দ মিশ্র, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার বিরাট অংশ উপকূলবর্তী এলাকা। সে কারণে প্রাকৃতিক দুর্যোগ এলেই জেলার দিঘা, রামনগর, হলদিয়া-সহ বিভিন্ন এলাকা বার বার ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। সে সব মাথায় রেখেই নিম্নচাপের কোন আগাম বার্তা না থাকা সত্ত্বেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার দিঘা রামনগরের বিভিন্ন এলাকায় সকাল ৯ টা থেকে শুরু হবে প্রস্তুতি মহড়া। এই মহড়ার কারণে যাতে এলাকাবাসী কোনওভাবে আতঙ্কিত হয়ে না পড়েন সেই কারণে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে অতিরিক্ত জেলাশাসক শৌভিক ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেন।
সকাল ৯ টা থেকে শুরু হলেও বৃহস্পতিবার প্রায় সারাদিন ধরেই চলবে এই বিপর্যয় মোকাবিলা দফতরের প্রস্তুতি মহড়া। উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ও দুর্যোগ হলে কী ভাবে মোকাবিলা করবে প্রশাসন, তারই আগাম প্রস্তুতি হিসেবে NDRF এর পক্ষ থেকে রামনগরের পাঁচ এলাকায় মক ড্রিল করার প্রস্তুতি নেওয়া হল। রামনগরের পদিমা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচটি জায়গায় সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের যৌথ মক ড্রিলের আয়োজন করা হয়েছে। এতে সামিল হবেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ।
সকাল নটা থেকে মক ড্রিল শুরু হবে। হঠাৎ দুর্যোগ এলে হাসপাতালে, স্কুল বিল্ডিঙে কীভাবে সাধারণ মানুষদের উদ্ধার করা রাখা হবে তারই মক ড্রিল হবে। এই মক ড্রিলে নজরদারি করবেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এ নিয়ে বুধবার জেলাশাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন তমলুকের মহকুমা শাসক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, East Midnapore