Viral Video: তীব্র ভূমিকম্পে চারদিক কাঁপছে, নেই বিদ্যুৎ, তার মধ্যেই কাশ্মীরে অস্ত্রোপচারে সন্তান প্রসব করালেন ডাক্তাররা, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: অন্তঃসত্ত্বাকে অস্ত্রোপচার করে নবজাতককে ভূমিষ্ঠ করানোর পর্ব চলছিল৷ তার মধ্যেই শুরু হয় ভূমিকম্প

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
তীব্র ভূমিকম্পেও নিজের কর্তব্যে অবিচল থাকলেন কাশ্মীরের কয়েক জন ডাক্তার। কম্পনে ভ্রূক্ষেপ না করে পৃথিবীতে আনলেন নবজাতক শিশুকে। মঙ্গলবার রাত ১০.১৭ নাগাদ দিল্লি-সহ উত্তর ও পশ্চিম ভারতের একাধিক শহরে ভূমিকম্প শুরু হয়। কম্পনের উ‍ৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অংশ৷ প্রাকৃতিক এই দুর্যোগ শুরু হওয়ার আগেই অনন্তনাগে শুরু হয়েছিল অস্ত্রোপচার৷ অন্তঃসত্ত্বাকে অস্ত্রোপচার করে নবজাতককে ভূমিষ্ঠ করানোর পর্ব চলছিল৷ তার মধ্যেই শুরু হয় ভূমিকম্প৷ চলে যায় বিদ্যুৎ সংযোগ৷ সেই অবস্থার ভিডিও শেয়ার করা হয়েছে ট্যুইটারে৷ তাঁরা সমানে আসন্নপ্রসবাকে সান্ত্বনা দিয়ে যান৷ বোঝান, তিনি ভাল থাকবেন৷ নিরাপদে থাকবে তাঁর সন্তানও৷
অনন্তনাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রথম এই ভিডিও শেয়ার করেন সামাজিক মাধ্যমে৷ ভিডিওতে দেখা যায় অপারেশন থিয়েটারের সব জিনিসপত্র আচমকাই কাঁপতে শুরু করল৷ তার পর বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার হয়ে গেল ঘর৷ কিন্তু ডাক্তাররা তখনও কর্তব্যে অবিচল৷ তাঁরা একটি মনিটরের স্ক্রিন থেকে আসা আলোয় কাজ করে যেতে থাকেন৷ ট্যুইটারের শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয় অনন্তনাগের সাব ডিস্ট্রিক্ট হাসপাতালে প্রবল ভূমিকম্পের মধ্যেই সি সেকশন অস্ত্রোপচার করা হয়৷
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার রাত ১১ নাগাদ ভূমিকম্পের আতঙ্কের রেশ কাটতে শুরু হওয়ার সময় সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করা হয়৷ এখনও পর্যন্ত ভিউজ ছাপিয়ে গিয়েছে ২৫ হাজার৷ কর্তব্যরত ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা৷ চরম বিপদের মুহূর্তেও ঠান্ডা মাথায় নিজের কর্তব্য করে যাওয়ায় তাঁদের সাধুবাদ জানানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: তীব্র ভূমিকম্পে চারদিক কাঁপছে, নেই বিদ্যুৎ, তার মধ্যেই কাশ্মীরে অস্ত্রোপচারে সন্তান প্রসব করালেন ডাক্তাররা, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement