Viral Video: তীব্র ভূমিকম্পে চারদিক কাঁপছে, নেই বিদ্যুৎ, তার মধ্যেই কাশ্মীরে অস্ত্রোপচারে সন্তান প্রসব করালেন ডাক্তাররা, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Video: অন্তঃসত্ত্বাকে অস্ত্রোপচার করে নবজাতককে ভূমিষ্ঠ করানোর পর্ব চলছিল৷ তার মধ্যেই শুরু হয় ভূমিকম্প
তীব্র ভূমিকম্পেও নিজের কর্তব্যে অবিচল থাকলেন কাশ্মীরের কয়েক জন ডাক্তার। কম্পনে ভ্রূক্ষেপ না করে পৃথিবীতে আনলেন নবজাতক শিশুকে। মঙ্গলবার রাত ১০.১৭ নাগাদ দিল্লি-সহ উত্তর ও পশ্চিম ভারতের একাধিক শহরে ভূমিকম্প শুরু হয়। কম্পনের উৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অংশ৷ প্রাকৃতিক এই দুর্যোগ শুরু হওয়ার আগেই অনন্তনাগে শুরু হয়েছিল অস্ত্রোপচার৷ অন্তঃসত্ত্বাকে অস্ত্রোপচার করে নবজাতককে ভূমিষ্ঠ করানোর পর্ব চলছিল৷ তার মধ্যেই শুরু হয় ভূমিকম্প৷ চলে যায় বিদ্যুৎ সংযোগ৷ সেই অবস্থার ভিডিও শেয়ার করা হয়েছে ট্যুইটারে৷ তাঁরা সমানে আসন্নপ্রসবাকে সান্ত্বনা দিয়ে যান৷ বোঝান, তিনি ভাল থাকবেন৷ নিরাপদে থাকবে তাঁর সন্তানও৷
অনন্তনাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রথম এই ভিডিও শেয়ার করেন সামাজিক মাধ্যমে৷ ভিডিওতে দেখা যায় অপারেশন থিয়েটারের সব জিনিসপত্র আচমকাই কাঁপতে শুরু করল৷ তার পর বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার হয়ে গেল ঘর৷ কিন্তু ডাক্তাররা তখনও কর্তব্যে অবিচল৷ তাঁরা একটি মনিটরের স্ক্রিন থেকে আসা আলোয় কাজ করে যেতে থাকেন৷ ট্যুইটারের শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয় অনন্তনাগের সাব ডিস্ট্রিক্ট হাসপাতালে প্রবল ভূমিকম্পের মধ্যেই সি সেকশন অস্ত্রোপচার করা হয়৷
advertisement
advertisement
Emergency LSCS was going-on at SDH Bijbehara Anantnag during which strong tremors of Earthquake were felt. Kudos to staff of SDH Bijbehara who conducted the LSCS smoothly & Thank God,everything is Alright.@HealthMedicalE1 @iasbhupinder @DCAnantnag @basharatias_dr @DHSKashmir pic.twitter.com/Pdtt8IHRnh
— CMO Anantnag Official (@cmo_anantnag) March 21, 2023
advertisement
মঙ্গলবার রাত ১১ নাগাদ ভূমিকম্পের আতঙ্কের রেশ কাটতে শুরু হওয়ার সময় সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করা হয়৷ এখনও পর্যন্ত ভিউজ ছাপিয়ে গিয়েছে ২৫ হাজার৷ কর্তব্যরত ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা৷ চরম বিপদের মুহূর্তেও ঠান্ডা মাথায় নিজের কর্তব্য করে যাওয়ায় তাঁদের সাধুবাদ জানানো হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 7:17 PM IST