বাংলা ক্যালেন্ডারে চলছে চৈত্রমাস। এটাই বছরের শেষ মাস। সামনেই বৈশাখ মাস। সূচিত হবে নতুন বঙ্গাব্দ।
১৪২৯-কে পিছনে ফেলে রেখে আমরা পা রাখব ১৪৩০-এ। নতুন বছরকে স্বাগত জানানো বা বর্ষবরণের আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি।
প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে মাঝামাঝি পড়ে পয়লা বৈশাখ। এ বছর ১৫ এপ্রিল, শনিবার পড়েছে বৈশাখের ১ তারিখ।
পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা পার্বণ করার রেওয়াজ আছে বঙ্গসমাজে।
চৈত্র বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়।
পয়লা বৈশাখের পাশাপাশি এ সময়েই অনুষ্ঠিত হয় বিহু, উগাড়ির মতো বর্ষবরণের অনুষ্ঠানও।
তিথি ও শুভক্ষণ থাকলে অনেকেই শুভ কাজ করে থাকেন পয়লা বৈশাখে।
...