শিশুদের হাতেখড়ি ডিজিটাল স্লেট-এ! এবার সরস্বতী পুজোয় একেবারে নতুন ছবি
- Published by:Suman Majumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Digital Slate: বাজারে আর সেই কাঠ বাঁধানো কালো স্লেট নেই!
বর্ধমান: সরস্বতী পুজো মানেই স্লেট পেন্সিলে হাতেখড়ি। সরস্বতী প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার পর পুরোহিত হাতে খড়ি দেন। বিদ্যার দেবীর আশীর্বাদ নিয়ে লেখাপড়ার জীবন শুরু করে শিশু।
সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে হাতে খড়ির এই সাবেকি প্রথা। অ আ দিয়ে শুরু হয় লিখতে শেখার পাঠ। পাথরের সেই স্লেট আর চক খড়ি আজ শহুরে জীবনে ব্রাত্য হওয়ার মুখে।
আরও পড়ুন- শাহরুখের পাঠান চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল ব্যালকনি,নাচ-গান মুহূর্তে বদলাল হাহাকারে
এখন স্লেট পেন্সিল আর হাত বাড়ালেই কিনতে পাওয়া যায় না। অনেক দোকান ঘুরতে হয়। বলা ভাল নির্দিষ্ট কয়েকটি দোকানেই কাঠে বাঁধানো সেই কালো স্লেট কিনতে পাওয়া যায়।
advertisement
advertisement
আগে লাল রঙের মেঝেতেও অনেকে লিখেছেন অ আ ক খ। যোগ বিয়োগ গুণ ভাগের পাঠ এগিয়েছে অনায়াসে। সেসব দিন আজ অতীত। তার জায়গা নিয়েছে ডিজিটাল শ্লেট।
তাই সরস্বতী পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বাজারগুলিতেও ডিজিটাল স্লেটের চাহিদা কয়েক দিন ধরেই তুঙ্গে থাকল। কাঠের কাঠামো লাগানো কালো পাথরের তৈরি স্লেট আজ হাতেখড়িতে সেভাবে কদরই পেল না।
advertisement
বিক্রেতারা জানালেন, এখন ডিজিটাল স্লেটের ভালই বিক্রি রয়েছে। ডিজিটাল স্লেটর সাথেই মিলছে ডিজিটাল পেন্সিলও। ডিজিটাল স্লেটে লেখার পর তাতে থাকা সুইচ টিপলে লেখা মুছেও যাচ্ছে।
পাথরের স্লেটের চাইতে ডিজিটাল স্লেটের দামও কম, ব্যবহার করতেও সুবিধা। নতুনত্বের কারণে মা বাবারা তাঁদের সন্তানের হাতেখড়ির জন্য দোকানে এসে ডিজিটাল স্লেটই খুঁজছেন।
অভিভাবকরা বলছেন, ডিজিটাল স্লেট হালকা। স্কুল ব্যাগে বয়ে নিয়ে যেতেও সুবিধে। আবার এই ডিজিটাল স্লেট হাত থেকে কোনওভাবে মাটিতে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। আবার ডিজিটাল পেন্সিলে খড়ির মতো ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই।
advertisement
আরও পড়ুন- মণিপুর থেকে দুর্গাপুর আসছিল, তল্লাশিতে কী উদ্ধার? শুনলে মাথা ঘুরে যাবে
শিশুদের কাছেও এই স্লেট বিশেষ আকর্ষণের। সব মিলিয়ে অস্তিত্বের সংকটের সামনে বড়দের নস্টালজিয়ার সেই স্লেট পেন্সিল। আর কয়েক বছর পর হয়তো তার দেখাই পাওয়া যাবে না!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 11:44 PM IST