Pathan| Accident|| শাহরুখের 'পাঠান' চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল ব্যালকনি, নাচ-গান মুহূর্তে বদলাল হাহাকারে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Accident While Screening Pathan Cinema: সরস্বতী পুজো উপলক্ষে মুর্শিদাবাদের কান্দি ছায়াপথ সিনেমা হলে 'পাঠান' সিনেমা চলাকালীন ব্যালকনি থেকে চাঙড় ভেঙে পড়ে জখম ৫।
মুর্শিদাবাদঃ কান্দি ছায়াপথ সিনেমা হলে সিনেমা পাঠান সিনেমা দেখা কালিন ব্যালকনি থেকে পড়ে আহত প্রায় পাঁচজন। বৃহস্পতিবার বিকেলে সরস্বতী পুজো উপলক্ষে মুর্শিদাবাদের কান্দি ছায়াপথ সিনেমা হলে 'পাঠান' সিনেমা চলছিল। সেই সময়ে ব্যালকনি থেকে চাঙড় ভেঙে পড়ে বেশ কয়েকজন দর্শক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে।
আহতের নাম ফারিহাজ সুলতানা (৪), মৃগাঙ্ক কুন্ডু (৪৮), পিঙ্কি কুন্ডু (৩২), প্রজ্ঞা কুন্ডু (৬) এবং নুর ইসলাম (৩৫)। বর্তমানে অনেকেই কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, কান্দির এই সিনেমা হলটি বেশ প্রাচীন। কি কারণে এই দুর্ঘটনা ঘঠল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কান্দি থানার পুলিশ ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এবং খতিয়ে দেখছে ছাদ ভেঙে যাওয়ার কারণ।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ার অযোধ্যা বেড়াতে যাচ্ছেন, 'এই' জায়গাটা কোনওভাবেই মিস করবেন না
দীর্ঘ প্রতিক্ষার পর 'পাঠান' সিনেমা এসেছে কান্দি ছায়াপথ সিনেমা হলে। সেই সিনেমার শো চলছিল। সিনেমার শো চলাকালীন সিনেমা হলের মধ্যেই সিলিংয়ের চাঙড় ভেঙে পড়ে হঠাৎই এ দিন বিকেলে। ঘটনার জেরে বসে থাকা শিশু-সহ ৫ জন আহত হন। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে পৌঁছন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও পৌর প্রতিনিধিরা। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাড়ির সামনেই মিনি অযোধ্যা, প্রকৃতির কোলে ছুটি কাটাতে অবশ্যই 'এই' জায়গায় ঘুরে আসুন
সিনেমা হলের কর্মীরা জানিয়েছেন, বহু পুরোনো প্রাচীন সিনেমা হল। তবে দর্শকরা বসে থাকাকালীন ওপরের চাঙড় ভেঙে পড়ে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানান, দীর্ঘদিনের পুরনো বিল্ডিং বলে এই পরিচিতি সিনেমা হল। সিনেমা হলের চাঙড় ভেঙ্গে গিয়েছে খুব দুঃখজনক ঘটনা। পৌরসভা ইতিমধ্যেই সিনেমা হল সিল করেছে। আগামিকাল পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথ ভাবে তদন্ত করে দেখবে।
advertisement
আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য পুরসভা এবং সাধারণ মানুষ সজাগ থাকবে। প্রশ্ন উঠছে, সিনেমা হলের ছাদ কীভাবে ভেঙে পড়ল এবং পরিত্যক্ত বিল্ডিংয়ে কেন সিনেমা হল চলছিল এতদিন।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 9:10 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Pathan| Accident|| শাহরুখের 'পাঠান' চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল ব্যালকনি, নাচ-গান মুহূর্তে বদলাল হাহাকারে

