Birbhum Crime|| মণিপুর থেকে দুর্গাপুর আসছিল, তল্লাশিতে কী উদ্ধার? শুনলে মাথা ঘুরে যাবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Birbhum Crime: মণিপুর থেকে দুর্গাপুর পাচারের পথে বীরভুম জেলা পুলিশের নাকা চেকিং এ উদ্ধার ৬১৫ কেজি গাঁজা , যার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা
বীরভূম: বীরভূমের সাঁইথিয়া থেকে উদ্ধার ৬১৫ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে চারজনকে গ্রেফতার করল বীরভূম পুলিশের বিশেষ টিম। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। আবারও দারুন সাফল্য জেলা পুলিশের। কোথাও বাইক চুরি, কোথাও আগ্নেয়াস্ত্রর ব্যবসা, আবার কোথাও কয়লা পাচার রুখতে তৎপর বীরভূম জেলা পুলিশ। ঠিক আবারও সাফল্য জেলা পুলিশের।
গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়া থেকে ৬১৫ কেজি গাঁজা উদ্ধার করেন সাঁইথিয়া থানার পুলিশ। বেশ কয়েকদিন ধরেই পুলিশ নজর রাখছিল এই ধৃতদের ওপর। তারপরই গোপন সূত্রে খবর পেয়ে ৬১৫ কেজির গাঁজা উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় চারজন ব্যক্তিকে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দু'জন পঞ্জাবের, একজন অসমের এবং একজন বীরভূমের বাসিন্দা। তারা হলেন চাঁদান দ্বীপ সিং, গুরবিন্দ সিং, আশিকুল ইসলাম ও শেখ তামিজউদ্দিন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাড়ির সামনেই মিনি অযোধ্যা, প্রকৃতির কোলে ছুটি কাটাতে অবশ্যই 'এই' জায়গায় ঘুরে আসুন
জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, " প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা জেলা জুড়ে চলছে নাকা চেকিং। আগে থেকেই খবর ছিল গাঁজা পাচারের। পাচারকারীদের ওপর আগে থেকেই নজর রাখছিল জেলা পুলিশের দল। গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ আটক করে গাঁজা ভর্তি গাড়ি। যেই গাড়ি গোপন জায়গায় রাখা ছিল গাঁজা গুলি ও তার ওপরে কার্টুন দিয়ে ঢেকে রাখাছিল।
advertisement
গাঁজার গন্ধ পেয়ে তল্লাশি চালাতেই গাড়ির ভিতর থেকে পাওয়া যায় ৬১৫ কেজি গাঁজা। যার বাজারে আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা, সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় পাচারকারীদের। গ্রেফতার হওয়া ব্যাক্তিদের মধ্যে দু'জন পঞ্জাবের, একজন অসমের এবং একজন বীরভূমের বাসিন্দা। তারা হলেন চাঁদান দ্বীপ সিং, গুরবিন্দ সিং, আসিকুল ইসলাম ও শেখ তামিজউদ্দিন। মনিপুর ডিমাপুর থেকে ওই গাঁজা পাচার করা হচ্ছিল।"
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 6:19 PM IST