Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনে কত মানুষের আমন্ত্রণ? কী কী হতে চলেছে? জেনে নিয়ে দিঘা ঘুরে আসুন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Temple: উদ্বোধনের আগে নানা আচার অনুষ্ঠান শুরু দিঘা জগন্নাথ ধামে।
দিঘা: ২৯ এপ্রিল মহাযজ্ঞ, ৩০ এপ্রিল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। তারপর মন্দিরের উদ্বোধন। ঠিক তার পরেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে জন সাধারণের জন্য। এর আগে দিঘা জগন্নাথ মন্দিরের নানা আচার অনুষ্ঠান শুরু হয়েছে। যাবতীয় উপাচার মেনে শুরু শুরু হয়েছে নানা আচার অনুষ্ঠান পালনের। মন্দিরের ভিতের আচার পালনের সঙ্গে যুক্ত রয়েছেন ইসকনের সন্নাসীরা। আপাতত তাঁরা সংখ্যায় ৬০ জন। এই সংখ্যা আরও বাড়বে বলে সূত্রের খবর। এছাড়া মন্দিরের বাইরের যাবতীয় পুজোপালনের দায়িত্বে রয়েছেন পুরীর মন্দিরের প্রধান রাজেশ দয়িতাপতি সহ ৩৫ জন।
দিঘা জগন্নাথ ধামে যজ্ঞকুণ্ড, কলসস্থাপন করা হয়েছে দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে মঙ্গল-কলসে করে আনা হয়েছে জল। মূল পুজো শুরু ২৮ এপ্রিল সোমবার রাত থেকে। পরদিন সকালে অর্থাৎ ২৯ এপ্রিল সূচনা মহাযজ্ঞের। বিকেলে সহোদর ভাইবোন- সহ জগন্নাথদেবকে ঘুম পাড়ানোর জন্য শয়ন করানো হবে। খাট তৈরি করা হয়েছে। ফুল দিয়ে সাজানো হবে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সকালে প্রাণ প্রতিষ্ঠা। তারপর স্নান পর্ব। ভগবানের অভিষেক। ৫৬ ভোগ নিবেদন করা হবে। দরজা খুলবে মন্দিরের। শুরু হবে মহা -আরতি, নিত্য পুজো। জগন্নাথের পুজো ও দর্শনের পথ খুলে যাবে ভক্তদের জন্য।
advertisement
advertisement
দিঘা জগন্নাথ ধাম উদ্বোধন ঘিরে দিঘা জুড়ে মহোৎসবের আয়োজন করেছে প্রশাসন। রঙিন আলোয় মুড়ে ফেলা হয়েছে দিঘাকে। ২৮ এপ্রিল থেকেই শুরু হয়েছে এই উৎসব। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
advertisement
২৯ এপ্রিল মহাযজ্ঞের জন্য এক কুইন্টাল আমকাঠের জোগাড় করা হয়েছে। রামনগর ১ ও ২ ব্লক এবং এগরা ১ ও ২ ব্লক মিলিয়ে চারটি ব্লক থেকে এসেছে জগন্নাথ মন্দিরের মহা হোমযজ্ঞের জন্য এক কুইন্টাল কাঠ। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান মেনেই সমস্ত কিছু খতিয়ে দেখছে ইসকন কর্তৃপক্ষ। এছাড়াও দায়িত্বে রয়েছে পুরীর মন্দিরের প্রধান পুরোহিতের দল।
advertisement
দিঘা জগন্নাথ মন্দির উপলক্ষে পর্যটকেরও ভিড় দিঘায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ হাজার সাধারণ মানুষকে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের প্রত্যেককে উত্তরীয় ব্যাচ ও খাবারদাবার প্রদান করা হবে প্রশাসনের পক্ষ থেকে।
এমনকি তাদের যাতায়াতের জন্য নির্দিষ্ট যানবাহনও প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে ২৮ তারিখ থেকে এই মহাযজ্ঞে সামিল হবে রাজ্যবাসী। ইতিমধ্যে দিঘায় পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করবেন তিনি। মন্দিরের দ্বার খুলে দেওয়ার পর ভক্তদের ভিড় থাকবে বলে মনে করছে প্রশাসন।
advertisement
— সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনে কত মানুষের আমন্ত্রণ? কী কী হতে চলেছে? জেনে নিয়ে দিঘা ঘুরে আসুন
