পড়াশোনার ফাঁকে চমক! স্কুল পড়ুয়াদের হাতে তৈরি রাখি দেখে অবাক সকলে
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
এবার শুধু বাড়িতে কিংবা অন্যান্য জায়গায় রাখি বন্ধন উৎসব নয়, বিদ্যালয়ে নিজেরা রাখি তৈরি করে একে অপরের হাতে পরিয়ে দিল পড়ুয়ারা।
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম অনুষ্ঠান রাখি বন্ধন। এই রাখি বন্ধনে একে অপরের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। তবে এবার শুধু বাড়িতে কিংবা অন্যান্য জায়গায় রাখি বন্ধন উৎসব নয়, বিদ্যালয়ে নিজেরাই রাখি তৈরি করে একে অপরের হাতে পরিয়ে দিল পড়ুয়ারা। আর এতে বেজায় খুশি তারা। তবে শিক্ষকদের ভাবনা এবং উদ্দেশ্য অবাক করেছে সকলকে। শুধু একে অপরকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা নয়, তাদের মধ্যে সৃজনশীল মানসিকতা বিকাশে এক অভিনব আয়োজন এই প্রাথমিক বিদ্যালয়ে।
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রামীণ এলাকার ছোট্ট প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের আন্তরিক চেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় বিদ্যালয়কে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। তবে এবার পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আরও বেশি সৃজনশীল করে তুলতে এবং তাদের মধ্যে এক নতুন জিনিসের ধারণা দিতে বিদ্যালয়ে আয়োজন করা হল রাখি তৈরির কর্মশালা। যেখানে একাধিক পরিবেশবান্ধব উপকরণ দিয়ে ছাত্র-ছাত্রীরা তৈরি করেছে নিত্যনতুন ডিজাইনের রাখি।
advertisement
আরও পড়ুন : সাত দিনের প্রশিক্ষণেই কেল্লাফতে! কচুরিপানার এই শিল্প দেখে তাক লেগে যাবে
রজনীগন্ধা ফুল, বিভিন্ন পাতা, উল এবং বাড়িতে অব্যবহৃত নানান পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি করেছে রাখি। শুধু তাই নয়, সেই রাখি তারা পরিয়ে দিয়েছে একে অপরকে। এছাড়াও এদিন ছাত্র-ছাত্রীরা তৈরি করে ভারতের জাতীয় পতাকা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহন পুর হাটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব ভাবনা। মূলত ছোট্ট বয়স থেকে তাদের মধ্যে সৃজনশীল মানসিকতা বিকাশের লক্ষ্যে এই আয়োজন। শুধু ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রিয়েটিভিটি প্রকাশ নয়, আগামীতে বিভিন্ন হাতের কাজ করে স্বনির্ভর হতে পারবে তারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাথমিক স্কুল জীবন থেকে এই শিক্ষাই দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। তবে বিদ্যালয়ের তরফে আয়োজিত এই বিশেষ কর্মশালায় অংশ নিতে পেরে খুশি পড়ুয়ারা। শুধু পড়াশোনা নয় ছাত্র-ছাত্রীদের স্বনির্ভরতার মানসিকতা গড়ে তুলতে এবং তাদের মধ্যে সৃজনশীল ভাবনা বিকাশে এই অভিনব উদ্যোগ। বিদ্যালয়ের এই আয়োজনে খুশি সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2025 6:13 PM IST








