সাত দিনের প্রশিক্ষণেই কেল্লাফতে! কচুরিপানার এই শিল্প দেখে তাক লেগে যাবে

Last Updated:

কচুরিপানাকে কাজে লাগিয়ে রংবেরঙের রাখি তৈরি করে আয়ের নতুন দিশা দেখালেন। তাঁদের সাত দিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

+
কচুরিপানা

কচুরিপানা দিয়ে রাখি তৈরি।

পাণ্ডবেশ্বর, দুর্গাপুর ,দিপীকা সরকার: মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত করছেন পাণ্ডবেশ্বরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁরা খাল বিলের আগাছা ব্যবহার করেই সুদৃঢ় করছেন ভাতৃত্বের বন্ধন। এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত স্বনির্ভর গোষ্ঠী। অনাদরে বেড়ে ওঠা জলাশয়ের আগাছা কচুরিপানা দিয়েই তাঁরা তৈরি করছেন পরিবেশ বান্ধব রাখি। এমনই অভিনব হস্তশিল্পের সঙ্গে যুক্ত মহিলারা রাখি বিক্রি করে স্বনির্ভরও হচ্ছেন। পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে পরিবেশ, দাবি পঞ্চায়েতের।
প্রসঙ্গত, রাজ্যের ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের ওপর জোর দিয়েছিলেন। পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার ওপরেও জোর দিয়েছিলেন তিনি। ২০২২ সালে মুখ্যমন্ত্রী কচুরিপানা ও কাশফুল দিয়ে জিনিসপত্র তৈরি করার পরামর্শ দিয়েছিলেন। তাঁর সেই বক্তব্যে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। বিরোধীরা নানান কটাক্ষ করে। তবে মুখ্যমন্ত্রীর সেই পরামর্শ মতো বর্তমানে প্রত্যন্ত গ্রামে কচুরিপানা দিয়ে নানান হস্তশিল্প গড়ে স্বনির্ভর হচ্ছেন মহিলা থেকে পুরুষ। তৈরি হচ্ছে  ফুলদানি, ব্যাগ, ফুলের সাজি, ফল রাখার পাত্র, শৌখিন আয়না, পাপোস, জুতো সহ আরও নানান সৌখিন জিনিসপত্র।
advertisement
আরও পড়ুন : রাখিতে নতুন ট্রেন্ড! ভাইবোনের ভালবাসায় থাকুক টেরাকোটার ছোঁয়া
এই কচুরিপানা দিয়ে নজির গড়লেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলা। তাঁরা পাণ্ডবেশ্বর ব্লক প্রশাসন, পঞ্চায়েত  সমিতি ও পঞ্চায়েতের সহযোগিতায় কচুরিপানাকে কাজে লাগিয়ে রংবেরঙের রাখি তৈরি করে আয়ের নতুন দিশা দেখালেন। কচুরিপানা দিয়ে নানান সামগ্রী তৈরির জন্য একটি সংস্থা তাঁদের সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তার পরেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ৭০০ রাখির বরাত মেলে। পাশাপাশি পঞ্চায়েত থেকেও মেলে ৫০০ রাখির বরাত। অত্যন্ত ন্যুনতম দামে বিক্রি হচ্ছে এই পরিবেশবান্ধব রাখি।
advertisement
advertisement
প্রতি রাখি পিছু তাঁরা দাম নিচ্ছেন মাত্র ১০ টাকা থেকে ১৫ টাকা। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা আলপনা মন্ডল জানান, এলাকার জলাশয় থেকে তাঁরা কচুরিপানা সংগ্রহ করেছেন। তারপর ওই কচুরিপানা রোদে শুকিয়ে নিয়েছেন। ওই শুকনো কচুরিপানায় আয়রনের হিট দিয়ে সোজা ও চ্যাপ্টা করেছেন। এর পর সেগুলি নানান নকশা করে কেটে নিয়ে রাখি তৈরি করেছেন। এছাড়া রাখি তৈরি করতে ব্যবহার করেছেন কাগজ, সাবুদানার আঠা, চুমকি, রং, বার্নিশ সহ আরও নানান উপকরণ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বনির্ভর গোষ্ঠীর দাবি, এই পরিবেশবান্ধব রাখি তৈরি করতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত কচুরিপানা কিনতে হয়নি। এতে রাখি তৈরি করতে খরচ বেশ কিছুটা কম হয়েছে। হরিপুর পঞ্চায়েতের প্রধান আশা মন্ডল ও উপপ্রধান গোপীনাথ নাগ জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই তাঁরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের দিশা দেখিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাত দিনের প্রশিক্ষণেই কেল্লাফতে! কচুরিপানার এই শিল্প দেখে তাক লেগে যাবে
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement