বাঙালির আবেগ, স্বাধীনতা দিবসেই উদ্বোধন নেতাজির বিশাল মূর্তি! কোথায় হচ্ছে জানেন?

Last Updated:

বিষ্ণুপুরের শিল্পী অশোক সূত্রধর এবং তার পুত্র মনোজ সূত্রধর তিন মাসের পরিশ্রমে এই ফাইবারের মূর্তিটি বানিয়েছেন। প্রশাসনের উদ্যোগে একটি নেতাজি উদ্যান পার্ক করা হবে।

+
নেতাজি

নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে রং করছেন শিল্পী।

িবিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: মন্দির নগরী বিষ্ণুপুরকে সাজিয়ে তোলার জন্য ট্যুরিজম দফতরের পক্ষ থেকে অনেকদিন আগেই বিষ্ণুপুর শহর ঢোকার মুখেই একটি টেরাকোটার গেট তৈরি করা হয়েছিল। আবারও এই বিষ্ণুপুরকে সাজিয়ে তোলার জন্য বিষ্ণুপুর প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। যা শুনলে আপনারও দেখতে ইচ্ছা হবে। রীতিমতই বিষ্ণুপুরবাসীর কাছে এটি একটি আনন্দের খবর। আর হাতেগোনা কয়েকটি দিন পরেই স্বাধীনতা দিবস। এই দিনেই বিষ্ণুপুরবাসী তথা মন্দির নগরী বিষ্ণুপুরে আসা পর্যটকদের একটি উপহার দিতে চলেছে বিষ্ণুপুর প্রশাসন।
জয়পুর থেকে বিষ্ণুপুর শহর ঢোকার মুখে একটি টেরাকোটার গেট করা হয়েছে বিষ্ণুপুর প্রশাসনের পক্ষ থেকে। সেই এলাকায় জনবসতি প্রায় শূন্য বলা চলে। ওই গেটের পাশে জায়গা ফাঁকা থাকার কারণে কিছু অসাধু ব্যক্তি আবর্জনা ফেলছিলেন। ফলে সেই জায়গা নোংরা হয়ে উঠছিল। অন্যদিকে এভাবেই জায়গাটিকে দখল করার চেষ্টা করছিল কিছু মানুষ। ওই জায়গাটিকে দখলমুক্ত করার উদ্দেশ্যেই মূলত বিষ্ণুপুর প্রশাসনের এক অভিনব উদ্যোগ নিয়েছে। যার জন্য আনন্দিত বিষ্ণুপুরবাসী।
advertisement
advertisement
বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তিনজন আলোচনা করে সিদ্ধান্ত নেন, বিষ্ণুপুর ঢোকার মুখে যে টেরাকোটার গেট রয়েছে এবং তার পাশে থাকা জায়গা পড়ে রয়েছে, সেখানে বিষ্ণুপুর প্রশাসনের উদ্যোগে একটি নেতাজি উদ্যান পার্ক করা হবে। যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন : নাটকের ফাঁদে পা দিয়ে ভুল করেছিল ব্রিটিশরা! ৮৮’র বৃদ্ধের স্মৃতিচারণে শিউরে উঠবে গা
এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ। সেখানে ২২ ফুটের ফাইবারের তৈরি নেতাজি সুভাষ চন্দ্রের স্ট্যাচু বসানো হয়েছে। যা উদ্বোধন হবে স্বাধীনতা দিবসের দিনে। বিষ্ণুপুরের শিল্পী অশোক সূত্রধর এবং তার পুত্র মনোজ সূত্রধর তিন মাসের পরিশ্রমে এই ফাইবারের মূর্তিটি বানিয়েছেন। এছাড়াও নেতাজি উদ্যান পার্কের কাজ চলছে জোর কদমে। যা উদ্বোধন হবে ১৫ আগস্ট।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বোস বিষ্ণুপুরের দুবার এসেছিলেন। তাই বিষ্ণুপুরের সঙ্গে নেতাজির নাম জড়িয়ে আছে। এ কারণেই বিষ্ণুপুর প্রশাসনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ আগস্ট থেকেই বিষ্ণুপুরবাসী সহ সকলের জন্য খুলে দেওয়া হবে ওই পার্ক এবং ২২ ফুটের ফাইবারের স্ট্যাচু।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঙালির আবেগ, স্বাধীনতা দিবসেই উদ্বোধন নেতাজির বিশাল মূর্তি! কোথায় হচ্ছে জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement