যাত্রীবান্ধব পরিবেশ তৈরি, গঙ্গাসাগর মেলা ২০২৬-এর জন্য প্রস্তুত পূর্ব রেল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
পুণ্যার্থীদের বিপুল আগমন সামাল দিতে এবং যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক করতে, পূর্ব রেল কলকাতা/হাওড়া/শিয়ালদহ হয়ে কাকদ্বীপ ও নামখানা স্টেশনের মাধ্যমে সাগরদ্বীপগামী যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।
আবীর ঘোষাল, কলকাতা: প্রতি বছর মকর সংক্রান্তির পবিত্র তিথিতে সাগরদ্বীপে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে পবিত্র স্নান করতে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এখানে সমবেত হন। এই পবিত্র সময়ে স্বাভাবিকভাবে শান্ত সাগরদ্বীপ রূপ নেয় এক প্রাণবন্ত ‘মিনি-ইন্ডিয়া’-তে, যেখানে বিভিন্ন অঞ্চল, ভাষা ও সংস্কৃতির মানুষ এক অভিন্ন আধ্যাত্মিক লক্ষ্যে একত্রিত হন।
পুণ্যার্থীদের বিপুল আগমন সামাল দিতে এবং যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক করতে, পূর্ব রেল কলকাতা/হাওড়া/শিয়ালদহ হয়ে কাকদ্বীপ ও নামখানা স্টেশনের মাধ্যমে সাগরদ্বীপগামী যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এই অতিরিক্ত পরিকাঠামো, সুযোগ-সুবিধা ও বিশেষ ট্রেন পরিষেবা আগামী ১৬ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে, যা মেলার সর্বাধিক ভিড়ের সময়কালকে অন্তর্ভুক্ত করবে।
advertisement
advertisement
ব্যবস্থাপনার বিশেষ দিকসমূহ:
সহায়তা প্রদান: রেল আধিকারিকদের তত্ত্বাবধানে রেলওয়ে হেল্প বুথ ও রেলওয়ে স্বেচ্ছাসেবকরা হাওড়া, শিয়ালদহ, মেট্রো প্রবেশপথ, নামখানা, কাকদ্বীপ এবং পুণ্যার্থীদের অধিক সমাগম প্রত্যাশিত অন্যান্য স্থানে ২৪x৭ ভিত্তিতে পরিষেবা প্রদান করবেন।
পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি: যাত্রীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে শিয়ালদহ, হাওড়া, নামখানা, কাকদ্বীপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে ব্যাপক পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
কলকাতা মেট্রোর সঙ্গে নির্বিঘ্ন যাতায়াত: পুণ্যার্থীদের সহজ যাতায়াত নিশ্চিত করতে মেলা চলাকালীন হাওড়া ও শিয়ালদহের মধ্যে কলকাতা মেট্রো বিশেষ অতিরিক্ত পরিষেবা চালাবে। এর ফলে হাওড়ায় আগত যাত্রীরা মাত্র ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছে নামখানা ও কাকদ্বীপগামী ট্রেনে উঠতে পারবেন।
advertisement
শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন: যাত্রীদের প্রয়োজন অনুযায়ী শিয়ালদহ থেকে নামখানা ও কাকদ্বীপ অভিমুখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যাতে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া যায়।
উন্নত টিকিট বুকিং ব্যবস্থা: শিয়ালদহ, হাওড়া, কাকদ্বীপ ও নামখানায় অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। পাশাপাশি বিবাদি বাগ, ইডেন গার্ডেন্স ও প্রিন্সেপ ঘাট স্টেশনে হ্যান্ডহেল্ড টিকিটিং টার্মিনালের ব্যবস্থা থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে বাবুঘাট বাস স্ট্যান্ডেও একটি হ্যান্ডহেল্ড টার্মিনাল মোতায়েন করা হবে।
advertisement
নিরাপত্তা জোরদার: যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হবে এবং সিসিটিভি নজরদারি ব্যবস্থা কার্যকর থাকবে, যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে।
দিকনির্দেশক সাইনেজ: প্রধান স্টেশনগুলিতে স্পষ্ট ও পর্যাপ্ত সাইনেজ স্থাপন করা হবে, যাতে পুণ্যার্থীরা সহজেই তাঁদের নির্ধারিত ট্রেনে উঠতে পারেন।
বহুভাষিক ঘোষণা: যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় নিয়মিত ঘোষণা এবং দিকনির্দেশক সাইনেজ প্রদান করা হবে।
advertisement
চিকিৎসা সহায়তা: শিয়ালদহ, হাওড়া, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হুইলচেয়ার, স্ট্রেচার ও মেডিক্যাল বুথের ব্যবস্থা থাকবে, যাতে প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করা যায়।
রেল আধিকারিকরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, যাতে যাত্রীদের সর্বোচ্চ আরাম ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা যায়। গঙ্গাসাগর মেলা ২০২৬-কে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করতে এবং সকল পুণ্যার্থীর জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল অঙ্গীকারবদ্ধ, বলে জানিয়েছেন ডিআরএম শিয়ালদহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2026 11:24 AM IST







