Death: টনসিল অপারেশন করাতে গিয়ে মারাত্মক কাণ্ড, আর ঘরে ফেরা হল না! মৃত্যু মীনাক্ষীর!  

Last Updated:

Death: টনসিল অপারেশন করাতে গিয়েই বিপত্তি, আর ফেরা হল না ঘরে।

মীনাক্ষী
মীনাক্ষী
উত্তর ২৪ পরগনা: টনসিল অপারেশন করাতে গিয়েই মৃত্যু হল রোগীর! ঘটনায় অভিযোগের আঙুল বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ওই রোগীর বলেই দাবি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে।
এমনকী ঘটনাস্থলে আসতে হয় বাগুইআটি থানার পুলিশকেও। জানা যায়, গলা ব্যথা নিয়ে ইএনটি স্পেশ্যালিস্ট ডক্টর রাহুল সরকারকে প্রথমে দেখিয়েছিলেন দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লীর বাসিন্দা বছর ১৯ এর মীনাক্ষী বৈরাগী সরকার। চিকিৎসক গলায় ইনফেকশন হয়েছে বলে অবিলম্বে ওটি করার পরামর্শ দেন। সেই অনুযায়ী ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে মীনাক্ষীকে ভর্তি করানো হয়।
advertisement
আরও পড়ুন: কোমরের ব্যথায় কাবু হয়ে পড়ছেন? রোজ এই একটা কাজ করলেই খুব আরাম পাবেন, জানুন
সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক রোগীর অপারেশন করেন। অস্ত্রোপচার শেষে চিকিৎসক রোগীর পরিবারকে জানায় সুস্থ রয়েছেন মীনাক্ষী, অপারেশন সফল হয়েছে। এরপর, রোগীর পরিবার যখন তাঁকে দেখতে যান, তখন রোগী নার্সিংহোমের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বলে অভিযোগ রোগীর পরিবারের। বিষয়টি জানাতেই রোগীকে আইসিইউতে শিফট করা হয়।
advertisement
advertisement
তার কিছুক্ষণ বাদেই রোগীর পরিবার জানতে পারেন মৃত্যু হয়েছে রোগী মীনাক্ষী বৈরাগী সরকারের। সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না বলেও দাবি রোগীর পরিবারের। এই মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনেন রোগীর আত্মীয় পরিজনেরা। গোটা ঘটনায় তদন্ত করে দেখা হবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
Rudra Nrayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: টনসিল অপারেশন করাতে গিয়ে মারাত্মক কাণ্ড, আর ঘরে ফেরা হল না! মৃত্যু মীনাক্ষীর!  
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement