Howrah News: প্রবেশ হোক বা প্রস্থান! রাজ্যের এই স্টেশনে যাতায়াতে নেই কোন রাস্তা, ভরসা সেই রেললাইন

Last Updated:

Indian Railway: স্টেশনে যাতায়াত করার রাস্তা না থাকায় ভরসা রেললাইন

+
দক্ষিণবাড়ি

দক্ষিণবাড়ি রেল স্টেশন

হাওড়া: আজব একটি রেলস্টেশন! প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে পৌঁছাতে হয় এই স্টেশনে! ভারতবর্ষ জুড়ে যোগাযোগ ব্যবস্থার অন্যতম হল রেল যোগাযোগ। বিশ্বের বৃহত্তম রেল যোগাযোগ দেশগুলির মধ্যে ভারতবর্ষ একটি। গ্রাম ও শহরে, দেশের সিংহভাগ মানুষ নিত্যদিনের যাতায়াত ট্রেন মাধ্যমের উপর নির্ভর। ট্রেন পরিষেবায় যাত্রী স্বাচ্ছন্দ এবং নিরাপত্তার দিক গুরুত্ব রেখে বিভিন্ন উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সারা দেশজুড়ে। দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেন যাত্রীদেরও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ট্রেন পরিষেবার সুযোগ করে দেওয়া হচ্ছে।
সেই দিক থেকে রেল ও ট্রেন আধুনিকীকরণের মাধ্যমে উন্নত রেল পরিষেবা। ইতিমধ্যেই বিভিন্ন রুটে শুরু হয়েছে আধুনিক ব্যবস্থায় সজ্জিত উচ্চগতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস। অমৃত ভারত রেল স্টেশনের মাধ্যমে রেলস্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। হাওড়ার জেলার কয়েকটি স্টেশন অমৃত ভারত স্টেশন রূপে সেজে উঠছে। আর তাতেই মানুষের মধ্যে দেখা দিয়েছে ভীষণ উৎসাহ। কিন্তু এই উৎসাহ উন্মাদনের মধ্যেই এটি রেল স্টেশন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যে স্টেশনে এলেই দেখা যাবে ভিন্ন ছবি। এই স্টেশনে দিনের বেলাতেও যাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখার দক্ষিণ বাড়ি রেল স্টেশন। হাওড়া থেকে আমতা প্রায় ৪৯ কিলোমিটার রেল পথ। এই রুটে ২১ টি স্টেশন। ইলেকট্রিক ট্রেন চলাচলের আগে হাওড়া-আমতা মার্টিন ট্রেনের একটি জনপ্রিয় রুট ছিল। মার্টিন ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর সড়ক পথ এবং ইলেক্ট্রিক ট্রেন পথ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই রুটে একটি স্টেশন থেকে অন্য একটি স্টেশনের দূরত্ব খুব বেশি নয়। ফলে অধিকাংশ স্টেশনে যাত্রীদের চাপ থাকেনা বললেই চলে। সারাদিনে হাতে গোনা কয়েকটা সময় ট্রেন আসা যাওয়া করে। এই রুটে বেশ কয়েকটি স্টেশন রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নিরিবিলি নির্জন। সেই রেলস্টেশন মধ্যে একটিদক্ষিণ বাড়ি রেলস্টেশন। এখানেও প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ। যে কারণে প্রকৃতিপ্রেমী মানুষকে এই স্টেশন আকৃষ্ট করে বটে। তবে এখানে রেল যাত্রীরা চরম সমস্যায় পড়েন।
advertisement
স্থানীয় এবং যাত্রীদের অভিযোগ, বর্তমান সময়ে ভারতীয় রেলের যে উন্নতি তার ছিটে ফোটার দেখা নেই এই স্টেশনে। এখানে উঠানামা করা যাত্রীদের সড়কপথে পৌঁছোতে বা সড়ক পথ থেকে রেল স্টেশনে আসতে লাইন ধরে যাতায়াত করতে হয়। আসলে এই স্টেশনে পৌঁছান বা স্টেশন থেকে বের হওয়ার প্রকৃত রাস্তা নেই বলেই জানাচ্ছেন তারা। একই সঙ্গে এই স্টেশন পরিচর্যার অভাব রয়েছে। পানীয় জল আলো শৌচালয় এক কথায় যাত্রী পরিষেবা নিয়ে অসন্তুষ্ট মানুষ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রবেশ হোক বা প্রস্থান! রাজ্যের এই স্টেশনে যাতায়াতে নেই কোন রাস্তা, ভরসা সেই রেললাইন
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement