Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই! চিকিৎসার জন্য তৈরি উত্তরবঙ্গ মেডিক্যাল, আশ্বস্ত করে বড় বার্তা সুপারের

Last Updated:

Nipah Virus: এত বছর পর ফের রাজ্যে নিপা ভাইরাস হানা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
শিলিগুড়ি, পার্থ প্রতিম সরকারঃ বাংলায় হানা দিয়েছে নিপা ভাইরাস। বহু বছর পর আবারও রাজ্যে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। ইতিমধ্যেই ২ জন স্বাস্থ্য কর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানালেন, নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসার জন্য তাঁরা প্রস্তুত।
সালটা ২০০১। সেই সময় শিলিগুড়িতে অজানা জ্বরের প্রকোপ দেখা গিয়েছিল। সেই অজানা জ্বরে চিকিৎসক, নার্স সহ ৫৬ জনের মৃত্যু হয়েছিল। পরে নমুনা সংগ্রহ এবং ল্যাবে পরীক্ষা করে জানা যায়, নিপা ভাইরাসে আক্রান্ত হয়েই আদপে ৫৬ জনের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ আলুর লোভে সোজা লোকালয়ে হাজির! জলপাইগুড়ির গ্রামে হাতির দলের হানা, এলাকা জুড়ে আতঙ্কের আবহ
এত বছর পর ফের রাজ্যে নিপা ভাইরাস হানা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার।
advertisement
advertisement
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, ভাইরাসের নমুনা ল্যাবে পরীক্ষা করা যায়। চিহ্নিত হলে চিকিৎসাও করা হবে বলে দাবি করেন তিনি। তবে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জরুরি পরীক্ষা করা আবশ্যক বলে মনে করেন চিকিৎসক মহল।
বাংলায় নিপা ভাইরাসের হানা নিয়ে চিন্তিত অনেকে। এই ভাইরাসে আক্রান্ত এক নার্সকে ঘিরে পূর্ব বর্ধমানের কাটোয়া ও মঙ্গলকোট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত অবস্থায় ওই নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, সেকথা জানতে জেলা স্বাস্থ্য দফতর বিশেষ তৎপরতা শুরু করেছে। সংক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি বিশেষ টিম।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই! চিকিৎসার জন্য তৈরি উত্তরবঙ্গ মেডিক্যাল, আশ্বস্ত করে বড় বার্তা সুপারের
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement