2G/ 3G Cultivation: চাষ করুন টু জি বা থ্রি জি পদ্ধতিতে! ফলন বেশি হবে পাঁচ থেকে সাত গুণ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
2G/ 3G Cultivation: চাষে অনেক বেশি লাভজনক টুজি-থ্রিজি পদ্ধতির! এই পদ্ধতিতে চাষ করে নামমাত্র খরচে হাজার হাজার টাকা উপার্জন করবে কৃষক। বর্তমান সময়ে কৃষি কাজ অলাভজনক বলতেই বেশি শোনা যায়।
হাওড়া: চাষে অনেক বেশি লাভজনক টুজি-থ্রিজি পদ্ধতির! এই পদ্ধতিতে চাষ করে নামমাত্র খরচে হাজার হাজার টাকা উপার্জন করবে কৃষক। বর্তমান সময়ে কৃষি কাজ অলাভজনক বলতেই বেশি শোনা যায়। আর তার জেরেই এই পেশা থেকে ক্রমশ একাংশের মানুষ সরে দাঁড়াচ্ছে, এমন ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চাষে আধুনিক পদ্ধতি অবলম্বন করে বহু মানুষ অল্প সময়ে সামান্য টাকা খরচ করে প্রচুর অর্থ উপার্জন করছে।
আরও পড়ুনঃ ব্লাডপ্রেশারের যম! এই ‘কালো’ ফলেই বাজিমাত! হু হু করে কমবে উচ্চ রক্তচাপের সমস্যা
আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি মেনে কৃষিকাজ চাকরি বা ব্যবসার থেকেও লাভের হতে পারে। বর্তমান সময়ে বহু উদ্যোগী আধুনিক পদ্ধতিতে কৃষি কাজের সঙ্গে যুক্ত হয়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে। সেই রকমই কৃষিকাজে লাভজনক একটি উপায় হল টুজি-থ্রিজি পদ্ধতি। এটি খুব সহজ পদ্ধতি। চাষের ক্ষেত অথবা ছাদ বাগানেও এই কৌশল প্রয়োগ করে লাভবান হতে পারেন উদ্যোগী। সাধারণ চাষের নিয়ম থেকে এই পদ্ধতিতে কয়েক গুণ বেশি ফলন হতে পারে।
advertisement
মূলত এই টুজি-থ্রিজি পদ্ধতি লাউ, শসা, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গা, বিন এবং করলা ইত্যাদি সবজি চাষে দারুন ফল মিলবে। রাসায়নিক সার ছাড়া সহজ উপায়ে বীজ লাগিয়ে অল্প দিনে ছোট গাছে ফল ফুল ভরে যাবে। মাটি তৈরির পর ভাল জাতের বীজ লাগিয়ে গাছে ১০-১২ টি পাতা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট সংখ্যক পাতা বের হলে গাছের ডগা কাটে দিতে হবে। এর পর আরও কয়েকদিন অপেক্ষার পর দেখা যাবে একাধিক নতুন শাখা প্রশাখা বেরিয়েছে। সেই সমস্ত শাখা-প্রশাখা ৮-১০ টি পাতা বের হলে আবার ডগা কেটে দিতে হবে। এরপর আরও কয়েকদিন অপেক্ষার পর আরও বেশি সংখ্যক শাখা-প্রশাখা বের হবে। এবার কয়েকদিন পর ৬-৮ টি করে শাখা-প্রশাখায় নতুন পাতা বের হবার পর ডগা কেটে দিলেই দেখা যাবে গাছে ফল ফুল ভরে যাচ্ছে। এই উপায়ে সাধারণ চাষের তুলনায় স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে। ফলে টুজি-থ্রিজি পদ্ধতিতে গাছে ফলন অনেক বেশি হয়।
advertisement
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তা তাপস বাঙাল জানান, সাধারণ পদ্ধতির পরিবর্তে এই টুজি-থ্রিজি পদ্ধতিতে চাষ। চার থেকে ছয় গুণ বেড়ে যায় ফলন। ভালজাতের চারা নির্বাচন করে এই নিয়মে চাষ অনেক বেশি লাভজনক হতে পারে কৃষক।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2025 10:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
2G/ 3G Cultivation: চাষ করুন টু জি বা থ্রি জি পদ্ধতিতে! ফলন বেশি হবে পাঁচ থেকে সাত গুণ