Sebakeshwari Kali Temple: দীপাবলির রাতে জেগে ওঠে পাহাড়! সেবকেশ্বরী মন্দিরে হাজারো ভক্তের ঢল, রাতভর ঢাক আর মন্ত্রোচ্চারণে মা কালীর আরাধনা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Sebakeshwari Kali Temple: শিলিগুড়ির জনপ্রিয় সেবকেশ্বরী কালী মন্দির। ১৯৫০ সালে নির্মিত এই মন্দিরে ৭৫ বছর ধরে দীপাবলির রাতে জড়ো হন হাজার হাজার ভক্ত। রাতভর ধূপধুনো, ঢাক আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয় গোটা এলাকা। ভোরবেলায় মায়ের প্রসাদ পেয়ে বাড়ি ফেরেন ভক্তরা।
পাহাড়ের পাদদেশে, তিস্তা নদীর গর্জনের পাশে, শিলিগুড়ি থেকে সামান্য দূরে দাঁড়িয়ে রয়েছে এক প্রাচীন বিশ্বাসের প্রতীক - সেবকেশ্বরী কালী মন্দির। ১৯৫০ সালে নির্মিত এই মন্দিরে গত সাত দশকেরও বেশি সময় ধরে দীপাবলির রাতে জেগে থাকে হাজার হাজার ভক্ত। রাতভর ধূপধুনো, ঢাক আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয় গোটা এলাকা। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








