Bhoot Chaturdashi 2025: অমাবস্যার আগের রাত। চতুর্দশী চাঁদের ম্লান আলোয় নেমে আসে এক অদ্ভুত নীরবতা। বিশ্বাস, এই রাতেই পাতাল থেকে ওঠেন নরকাসুর রাজা, সঙ্গে তাঁর অসংখ্য ভূত–প্রেত সেনা। আর সেই অন্ধকারকে তাড়াতেই জ্বলে ওঠে চৌদ্দ প্রদীপ।
Last Updated: Oct 19, 2025, 08:25 IST


