সঙ্কটজনক শারীরিক অবস্থা, রোগীকে এক্স রের ডেট দেওয়া হল চার মাস পর!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এক্স- রে করাতে গেলে কাটোয়া মহকুমা হাসপাতালে রোগীদের চার পাঁচ মাস পরে ডেট দেওয়া হচ্ছে।
#বর্ধমান: সঙ্কটজনক শারীরিক অবস্থা, রোগীর প্রয়োজন ছিল এক্স রে-র। তাঁকে ডেট দেওয়া হল চার মাস পর!শুধু ওই রোগীর ক্ষেত্রেই নয়, বাধ বিচার না করে সব রোগীকেই ৪-৫ মাস পরে ডেট দেওয়া হচ্ছে। কাটোয়া মহকুমা হাসপাতালের এক্স-রে বিভাগের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। সেই সঙ্গে অভিযোগ রয়েছে খারাপ ব্যবহার, এমনকি অযথা হয়রানিরও।এই অভিযোগের ভিত্তিতে এক টেকনিশিয়ানকে শো কজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কাটোয়া মহকুমা হাসপাতালের ওপর শুধুমাত্র এলাকার বাসিন্দারা নন, পূর্ব বর্ধমান জেলার একটা অংশ, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা নির্ভরশীল। তাই এই হাসপাতালে রোগীর চাপ প্রচুর। রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেকেরই এক্স রে করানোর প্রয়োজন হয়। সেই এক্স- রে করাতে গেলে কাটোয়া মহকুমা হাসপাতালে রোগীদের চার পাঁচ মাস পরে ডেট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, রোগীদের অযথা হয়রানি, এমনকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠছে।
advertisement
advertisement
বার বার এই ধরনের অভিযোগ পেয়ে এক্স রে বিভাগের এক টেকনিশিয়ান কে শো কজ করেছেন হাসপাতালে সুপার। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার সৌভিক আলম সংবাদ মাধ্যমকে বলেন, এক্স রে বিভাগের এক টেকনিশিয়ানের বিরুদ্ধে হাসপাতালের নার্স কর্মীসহ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ বারবার আসছে। তাই তাকে শো কজ করা হয়েছে।
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক্স রে বিভাগের বিরুদ্ধে ৪-৫ মাস পর ডেট দেওয়ার অভিযোগ নতুন নয়।এই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতিএসেছে। এক্স রে বিভাগে কর্মী সংখ্যাও বাড়ানো হয়েছে। সেখানে তিনজন টেকনিশিয়ান, একজন মহিলা কর্মী রাখা হয়েছে। তাতেও কেন চার পাঁচ মাস পর ডেট দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
রোগীর আত্মীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে বাইরে থেকে এক্স রে করিয়ে আনতে বলা হচ্ছে। বেসরকারি ল্যাবের সঙ্গে তাদের যোগসাজশের ফলে এমনটি হয়ে থাকতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে কতগুলি করে এক্স রে হচ্ছে, কতজন এক্স রে করাতে আসছেন, কেন চার পাঁচ মাস পর ডেট দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2022 6:59 PM IST