২ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রোল-ডিজেল! কী প্ল্যান করছে সরকার

Last Updated:

সরকার শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দামে প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত ছাড় দিতে পারে ৷

#কলকাতা: খুব শীঘ্রই উপভোক্তাদের পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে বড় উপহার দিতে চলেছে সরকার ৷ বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম কমে যাওয়ায় পেট্রোলিয়াম সংস্থাগুলির মার্জিনও বেড়ে গিয়েছিল এবং এবার লোকসানের বদলে লাভই হচ্ছে ৷ এর জেরে সরকার শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দামে প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত ছাড় দিতে পারে ৷
টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের দাম কমলে, মে ২০২২-এর পর এই প্রথম তেলের দাম কমানো হতে পারে ৷ মে মাসে সরকার পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক কমিয়ে দিয়েছিল ৷ সেই সময় পেট্রোলে ৮ টাকা এবং ডিজেল ৬ টাকা প্রতি লিটারে আবগারি শুল্ক কমানো হয়েছিল ৷ সরকারি তেল সংস্থাগুলি একবার ফের পেট্রোল-ডিজেলের দাম বড় মার্জিন পাওয়া শুরু হয়ে গিয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, সংস্থাগুলি পেট্রোলে ৬ টাকা প্রতি লিটার এবং ডিজেলে ১০ টাকা প্রতি লিটারে মার্জিন পাওয়া যাচ্ছে ৷
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় টাকা ও অশোধিত তেলের দাম বর্তমান স্তরে থাকলে সরকার পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা প্রতি লিটারে কমাতে পারে ৷ তবে এর উপর কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দেখতে হবে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কতটা কমছে বা বাড়ছে ৷ আপাতত অবশ্য রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ের থেকে এখন অনেকটাই কম রয়েছে অপরিশোধি তেলের দাম ৷
advertisement
উইন্ডফল ট্যাক্স কমানোর সঙ্কেত দেওয়া হয়েছে -
সরকার মঙ্গলবার উইন্ডফল ট্যাক্স অর্থাৎ সংস্থার লাভের অংশীদারিত্ব কমিয়ে এই সঙ্কেত দেওয়া হয়েছে যে দেশের বাজারে এখন তেলের দামের উপর চাপ অনেকটাই কম হয়েছে ৷ সরকার পেট্রোল ও ডিজেলে ২ টাকা প্রতি লিটারে কমালে না কেবল সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন বরং হিমাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে যে নির্বাচন হবে সেখানে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলি লাভবান হবে ৷
advertisement
ভারত মোট যে অশোধিত তেল কিনে থাকে তার মধ্যে ২৫ শতাংশ অংশিদারিত্ব ব্রেন্ট ক্রুডের ৷ মে মাসে যখন আবগারি শুল্ক কমানে হয়েছিল তখন ব্রেন্ট ক্রুডের দাম ১১৫ ডলার প্রতি ব্যারেল ছিল, যা এখন কমে ৯৫ ডলার হয়ে গিয়েছে ৷ এর আগে সেপ্টেম্বর মাসে দাম ৯০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছিল ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রোল-ডিজেল! কী প্ল্যান করছে সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement