খেলার মাঠেও বিপদ! নরেন্দ্রপুরে পাঁচ কিশোরকে লক্ষ্য করে বোমা মারল দুষ্কৃতীরা

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল এগারোটা নাগাদ নরেন্দ্রপুর থানা এলাকার শান্তি পার্কে স্থানীয় একটি মাঠে খেলতে যায় পাঁচ কিশোর৷

ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার৷
ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার৷
#নরেন্দ্রপুর: খেলার মাঠের পাশে টিনের ঘরের তালা ভেঙে ঢুকছিল কয়েক জন দুষ্কৃতী৷ তা দেখে এগিয়ে যায় কৌতূহলী কয়েকজন নাবালক৷ নাবালকদের ভয় দেখাতে শেষ পর্যন্ত তাদের উপরেই বোমা মারল দুষ্কৃতীরা৷ বোমার আঘাতে আহত হয়েছে পাঁচ নাবালক৷ শুক্রবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরের শান্তি পার্ক এলাকায়৷ আহত পাঁচ কিশোরকেই এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল এগারোটা নাগাদ নরেন্দ্রপুর থানা এলাকার শান্তি পার্কে স্থানীয় একটি মাঠে খেলতে যায় পাঁচ কিশোর৷ তখনই তারা লক্ষ্য করে, মাঠের পাশে থাকা একটি টিনের ঘরে তালা ভেঙে ঢুকছে কয়েকজন যুবক৷ কেন তালা ভেঙে ঘরে ঢোকা হচ্ছে, তা দেখতেই এগিয়ে যায় ওই পাঁচ কিশোর৷
advertisement
advertisement
 অভিযোগ, ওই পাঁচ কিশোরকেই ঘরের সামনে থেকে ফিরে যেতে বলে অভিযুক্ত যুবকরা৷ কিন্তু তারা যেতে চায়নি৷ এর পরেই কিশোরদের লক্ষ্য করে দু'টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷ বোমার তীব্র শব্দ পেয়ে আশেপাশের এলাকার বাসিন্দারা বেরিয়ে আসেন৷ তখনই তাঁরা দেখেন, আহত অবস্থায় পড়ে রয়েছে কয়েকজন কিশোর৷ কেউ আবার দৌড়ে পালাচ্ছে৷ ওই সময়ই চার দুষ্কৃতী মোটরবাইকে করে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ৷ যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি তারা৷ অভিযোগ, ওই ঘরের ভিতরেই বোমা মজুত করে রাখা ছিল৷ সেই বোমা নিতেই এসেছিল দুষ্কৃতীরা৷ স্থানীয়দের অনুমান, ওই পাঁচ কিশোর ভিতরে মজুত করে রাখা বোমা দেখে ফেলাতেই তাদের উপরে আক্রমণ করা হয়৷
advertisement
আহত পাঁচ কিশোরকেই উদ্ধার করে প্রথমে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে তাদের এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা৷ তাঁর আশ্বাস, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে৷ কয়েকদিন আগেই উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় রেল লাইনের পাশে পড়ে থাকা বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালকের৷ এবার প্রায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল নরেন্দ্রপুরে৷
advertisement
সহ প্রতিবেদন: অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খেলার মাঠেও বিপদ! নরেন্দ্রপুরে পাঁচ কিশোরকে লক্ষ্য করে বোমা মারল দুষ্কৃতীরা
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement