খেলার মাঠেও বিপদ! নরেন্দ্রপুরে পাঁচ কিশোরকে লক্ষ্য করে বোমা মারল দুষ্কৃতীরা

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল এগারোটা নাগাদ নরেন্দ্রপুর থানা এলাকার শান্তি পার্কে স্থানীয় একটি মাঠে খেলতে যায় পাঁচ কিশোর৷

ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার৷
ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার৷
#নরেন্দ্রপুর: খেলার মাঠের পাশে টিনের ঘরের তালা ভেঙে ঢুকছিল কয়েক জন দুষ্কৃতী৷ তা দেখে এগিয়ে যায় কৌতূহলী কয়েকজন নাবালক৷ নাবালকদের ভয় দেখাতে শেষ পর্যন্ত তাদের উপরেই বোমা মারল দুষ্কৃতীরা৷ বোমার আঘাতে আহত হয়েছে পাঁচ নাবালক৷ শুক্রবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরের শান্তি পার্ক এলাকায়৷ আহত পাঁচ কিশোরকেই এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল এগারোটা নাগাদ নরেন্দ্রপুর থানা এলাকার শান্তি পার্কে স্থানীয় একটি মাঠে খেলতে যায় পাঁচ কিশোর৷ তখনই তারা লক্ষ্য করে, মাঠের পাশে থাকা একটি টিনের ঘরে তালা ভেঙে ঢুকছে কয়েকজন যুবক৷ কেন তালা ভেঙে ঘরে ঢোকা হচ্ছে, তা দেখতেই এগিয়ে যায় ওই পাঁচ কিশোর৷
advertisement
advertisement
 অভিযোগ, ওই পাঁচ কিশোরকেই ঘরের সামনে থেকে ফিরে যেতে বলে অভিযুক্ত যুবকরা৷ কিন্তু তারা যেতে চায়নি৷ এর পরেই কিশোরদের লক্ষ্য করে দু'টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷ বোমার তীব্র শব্দ পেয়ে আশেপাশের এলাকার বাসিন্দারা বেরিয়ে আসেন৷ তখনই তাঁরা দেখেন, আহত অবস্থায় পড়ে রয়েছে কয়েকজন কিশোর৷ কেউ আবার দৌড়ে পালাচ্ছে৷ ওই সময়ই চার দুষ্কৃতী মোটরবাইকে করে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ৷ যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি তারা৷ অভিযোগ, ওই ঘরের ভিতরেই বোমা মজুত করে রাখা ছিল৷ সেই বোমা নিতেই এসেছিল দুষ্কৃতীরা৷ স্থানীয়দের অনুমান, ওই পাঁচ কিশোর ভিতরে মজুত করে রাখা বোমা দেখে ফেলাতেই তাদের উপরে আক্রমণ করা হয়৷
advertisement
আহত পাঁচ কিশোরকেই উদ্ধার করে প্রথমে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে তাদের এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা৷ তাঁর আশ্বাস, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে৷ কয়েকদিন আগেই উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় রেল লাইনের পাশে পড়ে থাকা বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালকের৷ এবার প্রায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল নরেন্দ্রপুরে৷
advertisement
সহ প্রতিবেদন: অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খেলার মাঠেও বিপদ! নরেন্দ্রপুরে পাঁচ কিশোরকে লক্ষ্য করে বোমা মারল দুষ্কৃতীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement