ছটপুজোয় 'বিহারীবাবু কোথায়' পোস্টার আসানসোলে! নজিরবিহীন তোপ ছুঁড়লেন লকেট
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Locket Chatterjee: আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রসঙ্গে ছট পুজোর আগে এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
#বর্ধমান : "বাইরে থেকে এসে ভোটে জিতে এখন আর দেখা নেই বিহারীবাবুর। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছেন তিনি।" আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রসঙ্গে ছট পুজোর আগে এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার বর্ধমানে দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন লকেট। সেখানেই এবার মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা প্রসঙ্গে।
আসানসোলের কুলটিতে ছট পুজোয় 'বিহারীবাবু কোথায়' বলে পোস্টার পড়েছে। এ ব্যাপারে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, 'বিহারীবাবু বাহার থেকে এসেছেন। বাহার থেকে বাহার কা বেটা এসে বিহারীবাবু হয়ে লোকসভায় জিতলেন। আজকে ছট পুজোয় আসানসোলে সেখানকার সেই সাংসদ কোথায়?'
advertisement
advertisement
লকেট বলেন,'পরিষ্কার বলে যাচ্ছি এখানে তারাই মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছেন। যেমন বাংলার মেয়েকে চাই বলে মিথ্যাভাবে ভোট নিয়েছিল। বিহারীবাবু এসে আসানসোলের মায়েদের কাছ থেকে তেমনই মিথ্যাভাবে ভোট নিয়ে গিয়েছে। আজ সেই তাঁদের উৎসবের সময় তার দেখা নেই। এখানে যখন সবাই ছট পুজো করছে তখন ওনাকে দেখবেন কোনও ফাইভ স্টার হোটেলে উনি বসে আছেন বা কোথাও বেড়াতে গিয়েছেন, ঘুরছেন।'
advertisement
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপিএম গ্রাম দিয়ে শহর ঘেরার কর্মসূচি নিয়েছে। এ প্রসঙ্গে লকেট বলেন,বিজেপি সব সময় গ্রামে গ্রামে থাকে, গ্রামের মহিলাদের সঙ্গেই থাকে। গ্রামের রান্নাঘরে, গ্রামের কৃষকদের সঙ্গে থাকে তারা। গ্রাম আমাদের সঙ্গে সব সময় আন্তরিকভাবে জড়িয়ে আছে। আলাদা করে আমাদের গ্রামে যেতে হয় না। যারা এতদিন ধরে শহুরে মনোভাব দেখিয়েছে, যারা শীত ঘুমে ছিল তাদের হঠাৎ করে মনে হয়েছে পঞ্চায়েত ভোট এসেছে গ্রামে চলো।
advertisement
লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, "সিপিএমকে কেউ কোনভাবেই নেয়নি। সিপিএম যেরকম ভাবে শীতঘুমে চলে গিয়েছিল, আবার তারা সেই শীত ঘুমে যাবে। পুরোপুরিভাবে সিপিএম এবং তৃণমূলের চক্রান্ত করছে কী ভাবে বিজেপিকে আটকানো যায়। তাই একজন বলছে গ্রামে চলো, আবার একজন বলছেন গ্রাম দিয়ে শহরকে ঘেরো।বাংলার মহিলারা অন্যায়কে ঘিরে ফেলতে চায়। আমাদের কর্মসূচি, বাংলায় যত দুর্নীতি আছে, অন্যায় আছে বাংলার মানুষেরা বাংলার মহিলারা সেই অন্যায়কে ঘিরে ফেলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2022 5:54 PM IST