Saigal Hossain: স্ত্রী, মা এবং শ্যালককেও দিল্লিতে তলব, এখনই ফেরা হচ্ছে না সায়গলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গরু পাচার মামলায় দিল্লিতে রেখে জেরা করার যে অনুমতি ইডি পেয়েছিল, তার মেয়াদ আজই শেষ হয়েছে৷
#দিল্লি: এবার সায়গলের হোসেনের সামনে তাঁর স্ত্রী, মা ও শ্যালককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি৷ এ দিনই দিল্লির আদালতে সায়গলকে পেশ করে এমনই তথ্য জানিয়েছে ইডি৷ আদালতকে ইডি জানিয়েছে, ইতিমধ্যেই সায়গলের স্ত্রী, মা এবং শ্যালককে দিল্লিতে তলব করা হয়েছে৷ সায়গল হোসেনকে আরও আট দিন দিল্লিতে সায়গল হোসেনকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক৷
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গরু পাচার মামলায় দিল্লিতে রেখে জেরা করার যে অনুমতি ইডি পেয়েছিল, তার মেয়াদ আজই শেষ হয়েছে৷ কিন্তু সায়গলকে দিল্লিতে রেখেই জেরা চালিয়ে যেতে চায় ইডি৷ এ দিন সায়গলকে আদালতে পেশ আরও আট দিন দিল্লিতে নিজেদের হেফাজতে রেখে জেরা করার আর্জি জানায় ইডি৷ সেই আর্জি মঞ্জুর করে আদালত৷
advertisement
advertisement
সওয়াল করতে গিয়ে ইডি-র আইনজীবী জানান, জিজ্ঞাসাবাদে সায়গলের স্ত্রী সোমাইয়া খন্দকার, মা লতিফা খাতুন এবং শ্যালক ইসলাম চৌধুরীর নাম উঠে এসেছে৷ এই তিন জন সহ গরু পাচার মামলায় যুক্ত আরও বেশ কয়েকজনকে তলবও করা হয়েছে৷ এদের প্রত্যেককেই সায়গলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইডির আইনজীবী আদালতে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ফিরে এলে মামলার সঙ্গে যুক্ত বাকিদের প্রভাবিত করতে পারেন সায়গল৷
advertisement
যদিও ইডি-র এই অভিযোগ মানতে চাননি সায়গলের আইনজীবী৷ তিনি পাল্টা দাবি করেন, সায়গলের দু' বছরের একটি সন্তান রয়েছে৷ আরও এক সন্তান বিশেষভাবে সক্ষম৷ ফলে তারা পুরোপুরি সায়গলের স্ত্রীর উপরে নির্ভরশীল৷ তাই সায়গলের স্ত্রী এবং মায়ের পক্ষে দিল্লিতে এসে ইডি-র সামনে হাজিরা দেওয়া সমস্যার৷
advertisement
এর আগে তদন্তে নেমে সায়গলের বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছিল ইডি৷ সায়গলের পরিবারের সদস্য, আত্মীয়দেরও বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পায় ইডি৷ যা তাঁদের আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন বলেই অভিযোগ৷
Location :
First Published :
October 28, 2022 4:43 PM IST