Saigal Hossain: স্ত্রী, মা এবং শ্যালককেও দিল্লিতে তলব, এখনই ফেরা হচ্ছে না সায়গলের

Last Updated:

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গরু পাচার মামলায় দিল্লিতে রেখে জেরা করার যে অনুমতি ইডি পেয়েছিল, তার মেয়াদ আজই শেষ হয়েছে৷

আরও আট দিন দিল্লিতে ইডি হেফাজতে সায়গল হোসেন৷
আরও আট দিন দিল্লিতে ইডি হেফাজতে সায়গল হোসেন৷
#দিল্লি: এবার সায়গলের হোসেনের সামনে তাঁর স্ত্রী, মা ও শ্যালককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি৷ এ দিনই দিল্লির আদালতে সায়গলকে পেশ করে এমনই তথ্য জানিয়েছে ইডি৷ আদালতকে ইডি জানিয়েছে, ইতিমধ্যেই সায়গলের স্ত্রী, মা এবং শ্যালককে দিল্লিতে তলব করা হয়েছে৷ সায়গল হোসেনকে আরও আট দিন দিল্লিতে সায়গল হোসেনকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক৷
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গরু পাচার মামলায় দিল্লিতে রেখে জেরা করার যে অনুমতি ইডি পেয়েছিল, তার মেয়াদ আজই শেষ হয়েছে৷ কিন্তু সায়গলকে দিল্লিতে রেখেই জেরা চালিয়ে যেতে চায় ইডি৷ এ দিন সায়গলকে আদালতে পেশ আরও আট দিন দিল্লিতে নিজেদের হেফাজতে রেখে জেরা করার আর্জি জানায় ইডি৷ সেই আর্জি মঞ্জুর করে আদালত৷
advertisement
advertisement
সওয়াল করতে গিয়ে ইডি-র আইনজীবী জানান, জিজ্ঞাসাবাদে সায়গলের স্ত্রী সোমাইয়া খন্দকার, মা লতিফা খাতুন এবং শ্যালক ইসলাম চৌধুরীর নাম উঠে এসেছে৷ এই তিন জন সহ গরু পাচার মামলায় যুক্ত আরও বেশ কয়েকজনকে তলবও করা হয়েছে৷ এদের প্রত্যেককেই সায়গলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইডির আইনজীবী আদালতে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ফিরে এলে মামলার সঙ্গে যুক্ত বাকিদের প্রভাবিত করতে পারেন সায়গল৷
advertisement
যদিও ইডি-র এই অভিযোগ মানতে চাননি সায়গলের আইনজীবী৷ তিনি পাল্টা দাবি করেন, সায়গলের দু' বছরের একটি সন্তান রয়েছে৷ আরও এক সন্তান বিশেষভাবে সক্ষম৷ ফলে তারা পুরোপুরি সায়গলের স্ত্রীর উপরে নির্ভরশীল৷ তাই সায়গলের স্ত্রী এবং মায়ের পক্ষে দিল্লিতে এসে ইডি-র সামনে হাজিরা দেওয়া সমস্যার৷
advertisement
এর আগে তদন্তে নেমে সায়গলের বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছিল ইডি৷ সায়গলের পরিবারের সদস্য, আত্মীয়দেরও বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পায় ইডি৷ যা তাঁদের আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন বলেই অভিযোগ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Saigal Hossain: স্ত্রী, মা এবং শ্যালককেও দিল্লিতে তলব, এখনই ফেরা হচ্ছে না সায়গলের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement