Crime News: শ্বশুরবাড়িতে একটু এদিক ওদিক হলেই জামাইকে পেটাত শাশুড়ি! শেষে যা কাণ্ড হল

Last Updated:

Crime News: জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চুমকি হালদারকে পুলিশ আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ

পুকুর থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার।
পুকুর থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার।
জঙ্গিপুর: শ্বশুরবাড়ির সামনের পুকুর থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জঙ্গিপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের ভাগীরথী পল্লী এলাকায়। মৃতের নাম সুরঞ্জন হালদার। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চুমকি হালদারকে পুলিশ আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
পারিবারিক অশান্তির কারনে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে প্রায় ১০ বছর ধরে শ্বশুরবাড়িতেই থাকতেন সুরঞ্জন হালদার। বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ির সামনে হঠাৎই পুকুরে একটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। দেখা যায় মৃতদেহটি সুরঞ্জন হালদারের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত সুরঞ্জন হালদারের পরিবারের অভিযোগ স্ত্রী ও শাশুড়ি খুন করেছে।
advertisement
অভিযোগ প্রায় দিনই স্ত্রী ও শাশুড়ি অত্যাচার করত মারধর করত। মৃতের বাবা চরণ হালদার বলেন, পারিবারিক অশান্তির আমার ছেলে ১০ বছর ধরে শ্বশুরবাড়িতেই থাকত। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু যখনই ওর সঙ্গে দেখা হত দেখতাম শরীরে একাধিক আঘাতের চিহ্ন। আমাদের বলেছিল ওর স্ত্রী ও শাশুড়ি ওকে মারধর করত। ওরাই আমার ছেলেকে খুন করেছে। আমি বিচার চাই।
advertisement
advertisement
মৃতের মা সাগরি হালদার বলেন, আমার ছেলের স্ত্রী আর শাশুড়ি ওকে খুব অত্যাচার করত। না খেতে দিয়ে বাইরে বের করে দিত। আমার ছেলেকে ওরাই খুন করে পুকুরে ফেলে দিয়েছে। আমি ওদের শাস্তি চাই।
advertisement
যদিও মৃতের স্ত্রী চুমকি হালদার বলেন, আমার স্বামী জুয়াতে অনেক টাকা জিতেছিল। কালীপুজোর দিন বাড়িতে অশান্তি করে বেড়িয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফেরেনি কোনও যোগাযোগও হয়নি। আমি চাই আমার স্বামীকে যে বা যারা খুন করেছে পুলিশ তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: শ্বশুরবাড়িতে একটু এদিক ওদিক হলেই জামাইকে পেটাত শাশুড়ি! শেষে যা কাণ্ড হল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement