Nana Patekar Slap Controversy: সিনেমার শ্যুটিং ভেবেছিলাম... ভক্তকে মারধরের ভিডিও ভাইরালের পর বিস্ফোরক দাবি নানা পটেকরের!

Last Updated:

Nana Patekar Slap Controversy: অভিনেতার বিরুদ্ধে একটি ছেলেকে চড় মারার ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই অনেকে মুখ খুলেছেন। এই ভিডিও নিয়ে নানা বিতর্কও শুরু হয়ে গিয়েছে।

ফ্যানকে মারধরের ভিডিও ভাইরাল নানা পটেকরের; সোশ্যাল মাধ্যমে এসে নীরবতা ভাঙলেন অভিনেতা
ফ্যানকে মারধরের ভিডিও ভাইরাল নানা পটেকরের; সোশ্যাল মাধ্যমে এসে নীরবতা ভাঙলেন অভিনেতা
মুম্বই: অভিনেতা নানা পটেকরের চলচ্চিত্রের সেটে এসে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন এক ফ্যান। ওই ফ্যানকে এরপর মাথায় মারতে দেখা যায়। অভিনেতার বিরুদ্ধে একটি ছেলেকে চড় মারার ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই অনেকে মুখ খুলেছেন। এই ভিডিও নিয়ে নানা বিতর্কও শুরু হয়ে গিয়েছে। অনেক নেটিজেনরাই নানাকে ভক্তদের সঙ্গে ব্যবহার দেখে তাঁকে অভদ্র বলে আখ্যায়িত করছেন। এর পরেই এই বিষয়ে নীরবতা ভাঙেন অভিনেতা, ওই ভাইরাল ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে নিজের কথা জানান নানা পটেকর।
advertisement
advertisement
নানা পটেকর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ওই ঘটনাকে মর্মান্তিক ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, “এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে আমি একটি ছেলেকে আঘাত করেছি। যদিও এই সিকোয়েন্সটি আমাদের ফিল্মের একটি অংশ, আমরা ওটা রিহার্সাল করছিলাম। ওই একই দৃশ্য আমাদের দ্বিতীয়বারও রিহার্সাল করার কথা ছিল। পরিচালক আমাকে শুরু করতে বললেন। তারপরই হঠাৎ একটি ছেলেটি এসে পড়ার ওই দৃশ্যের শ্যুটিং শুরু হয়। আমি জানতামও না সে কে, আমি ভেবেছিলাম সে আমাদেরই ক্রুদের একজন, তাই ওকে থাপ্পড় মেরে চলে যেতে বলেছিলাম।”
advertisement
advertisement
নানা পটেকর আরও জানান, “পরে আমি জানতে পেরেছিলাম যে ছেলেটি ক্রুয়ের অংশ নয়। তাই, ওকে ডাকতে যাচ্ছিলাম কিন্তু ও পরে পালিয়ে যায়। হয়তো ওই ছেলেটির বন্ধু ওই ভিডিওটি শ্যুট করেছে। আমি কখনই কেউ ছবি তুলতে এলে কাউকে না বলিনি। আমি এটা করি না… এটা ভুলবশত হয়েছে… কিছু ভুল বোঝাবুঝি হলে আমাকে ক্ষমা করে দেবেন….আমি কখনওই এরকম কিছু করব না…”
advertisement
সূত্রের প্রতিবেদন অনুসারে চলচ্চিত্র নির্মাতা অনিল শর্মাও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি একই কথা জানিয়ে বলেন ওই দৃশ্য তারঁ চলচ্চিত্রের একটি অংশ ছিল। অনিল শর্মা বলেন, “আমি পরে এই খবর জানতে পেরেছি। নানা ইচ্ছা করে কাউকে আঘাত করেননি, বরং এটা আমারই ছবির শট। আমরা বেনারসের রাস্তার মাঝামাঝি ওই দৃশ্যের শ্যুটিং করছিলাম, যেখানে নানার কাছে আসা একটি ছেলেকে তাঁকে মাথায় আঘাত করতে হবে। শ্যুটিং চলাকালীন ভুলবশত এই দুর্ঘটনা ঘটে যায়।”
advertisement
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, ভিডিওটি বারাণসীর, ওখানেই নানা পটেকর, অনিল শর্মা এবং তাঁর ছেলে ও অভিনেতা উৎকর্ষ শর্মা শ্যুটিং করছিলেন। ১০ সেকেন্ডের ওই ক্লিপটিতে, নানা একটি স্যুট এবং একটি টুপি পরেছিলেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nana Patekar Slap Controversy: সিনেমার শ্যুটিং ভেবেছিলাম... ভক্তকে মারধরের ভিডিও ভাইরালের পর বিস্ফোরক দাবি নানা পটেকরের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement