Nana Patekar Slap Controversy: অভিনেতার বিরুদ্ধে একটি ছেলেকে চড় মারার ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই অনেকে মুখ খুলেছেন। এই ভিডিও নিয়ে নানা বিতর্কও শুরু হয়ে গিয়েছে।
ফ্যানকে মারধরের ভিডিও ভাইরাল নানা পটেকরের; সোশ্যাল মাধ্যমে এসে নীরবতা ভাঙলেন অভিনেতা
মুম্বই: অভিনেতা নানা পটেকরের চলচ্চিত্রের সেটে এসে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন এক ফ্যান। ওই ফ্যানকে এরপর মাথায় মারতে দেখা যায়। অভিনেতার বিরুদ্ধে একটি ছেলেকে চড় মারার ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই অনেকে মুখ খুলেছেন। এই ভিডিও নিয়ে নানা বিতর্কও শুরু হয়ে গিয়েছে। অনেক নেটিজেনরাই নানাকে ভক্তদের সঙ্গে ব্যবহার দেখে তাঁকে অভদ্র বলে আখ্যায়িত করছেন। এর পরেই এই বিষয়ে নীরবতা ভাঙেন অভিনেতা, ওই ভাইরাল ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে নিজের কথা জানান নানা পটেকর।
वाराणसी – नाना पाटेकर ने अपने फैंस को जड़ा थप्पड़ , फिल्म की शूटिंग के दौरान सेल्फी लेने पहुंचा था फैंस
➡नाना पाटेकर ने थप्पड़ जड़कर फैंस को भगाया
➡सोशल मीडिया पर वायरल हुआ थप्पड़ मारने का वीडियो
➡वाराणसी में नाना पाटेकर कर रहे हैं फिल्म जर्नी की शूटिंग. #Varanasi pic.twitter.com/tlPS1QX9g9
নানা পটেকর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ওই ঘটনাকে মর্মান্তিক ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, “এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে আমি একটি ছেলেকে আঘাত করেছি। যদিও এই সিকোয়েন্সটি আমাদের ফিল্মের একটি অংশ, আমরা ওটা রিহার্সাল করছিলাম। ওই একই দৃশ্য আমাদের দ্বিতীয়বারও রিহার্সাল করার কথা ছিল। পরিচালক আমাকে শুরু করতে বললেন। তারপরই হঠাৎ একটি ছেলেটি এসে পড়ার ওই দৃশ্যের শ্যুটিং শুরু হয়। আমি জানতামও না সে কে, আমি ভেবেছিলাম সে আমাদেরই ক্রুদের একজন, তাই ওকে থাপ্পড় মেরে চলে যেতে বলেছিলাম।”
advertisement
#WATCH | On a viral showing him slapping a boy for taking a selfie with him, actor Nana Patekar says, “A video is going viral where I have hit a boy. Though this sequence is a part of our film, we had one rehearsal…We were scheduled to have a second rehearsal. The director told… pic.twitter.com/CVgCainRg1
নানা পটেকর আরও জানান, “পরে আমি জানতে পেরেছিলাম যে ছেলেটি ক্রুয়ের অংশ নয়। তাই, ওকে ডাকতে যাচ্ছিলাম কিন্তু ও পরে পালিয়ে যায়। হয়তো ওই ছেলেটির বন্ধু ওই ভিডিওটি শ্যুট করেছে। আমি কখনই কেউ ছবি তুলতে এলে কাউকে না বলিনি। আমি এটা করি না… এটা ভুলবশত হয়েছে… কিছু ভুল বোঝাবুঝি হলে আমাকে ক্ষমা করে দেবেন….আমি কখনওই এরকম কিছু করব না…”
সূত্রের প্রতিবেদন অনুসারে চলচ্চিত্র নির্মাতা অনিল শর্মাও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি একই কথা জানিয়ে বলেন ওই দৃশ্য তারঁ চলচ্চিত্রের একটি অংশ ছিল। অনিল শর্মা বলেন, “আমি পরে এই খবর জানতে পেরেছি। নানা ইচ্ছা করে কাউকে আঘাত করেননি, বরং এটা আমারই ছবির শট। আমরা বেনারসের রাস্তার মাঝামাঝি ওই দৃশ্যের শ্যুটিং করছিলাম, যেখানে নানার কাছে আসা একটি ছেলেকে তাঁকে মাথায় আঘাত করতে হবে। শ্যুটিং চলাকালীন ভুলবশত এই দুর্ঘটনা ঘটে যায়।”
advertisement
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, ভিডিওটি বারাণসীর, ওখানেই নানা পটেকর, অনিল শর্মা এবং তাঁর ছেলে ও অভিনেতা উৎকর্ষ শর্মা শ্যুটিং করছিলেন। ১০ সেকেন্ডের ওই ক্লিপটিতে, নানা একটি স্যুট এবং একটি টুপি পরেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Nana Patekar Slap Controversy: সিনেমার শ্যুটিং ভেবেছিলাম... ভক্তকে মারধরের ভিডিও ভাইরালের পর বিস্ফোরক দাবি নানা পটেকরের!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর