Jyotipriya Mallick: সুগার ৩৫০, কিডনির রোগ থার্ড স্টেজ! জেলে একী অবস্থা জ্যোতিপ্রিয়র.. আবারও কি হাসপাতালে?

Last Updated:

এর উত্তরে অবশ্য বিচারক জানান, এ বিষয়ে আদালত কিছু বলতে পারে না। ইডির আইনজীবী অবশ্য আদালতে দাবি করেন, জেল কর্তৃপক্ষের তরফে যে রিপোর্ট এসেছে, তাতে অসুস্থতার কথা বলা থাকলেও অর্থাৎ, জ্যোতিপ্রিয় ফিট নন সেটা জানানো হলেও, তাঁকে কোনও হাসপাতালে স্থানান্তর করার কথা বলা নেই। 

কলকাতা:  ‘আমাকে বাঁচতে দিন’.. আদালতের ভার্চুয়াল শুনানি চলাকালীন হঠাৎই কাতর আর্জি৷ আচমকা কেন এমন কথা বললেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ শুনে বিচারকই বা কী জানালেন? কী প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি? বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মামলার শুনানি ছিল সিটি সেশন কোর্টের ইডির বিশেষ আদালতে৷ যদিও শারীরিক ভাবে দুর্বল হওয়ায় এদিন সরাসরি আদালতে হাজির হননি জ্যোতিপ্রিয়৷ জেল থেকেই বসেছিলেন ভার্চুয়াল মাধ্যমে৷ সূত্রের খবর, সেই সময়ই তাঁর কাছে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন বিচারক৷
বিচারকের প্রশ্নের উত্তরেই জ্যোতিপ্রিয় কাতর গলায় বলেন, ‘‘আমার ৩৫০ সুগার আছে। হাত পা নাড়াতে পারছি না।  আমাকে বাঁচতে দিন।’’ বিচারক অবশ্য সব শুনে বলেন, ওঁর যদি শুনানি চলাকালীন বসে থাকতে অসুবিধা হয়, তাহলে ওঁকে সেল-এ নিয়ে যেতে পারেন৷ যদিও, জ্যোতিপ্রিয় রাজি হননি তাতে৷
আরও পড়ুন: একটা বিষধর সাপ অন্য বিষধর সাপকে কামড়ালে সব সময় কিন্তু সে মরে যায় না, কী হয় জানেন?
শুনানি চলাকালীন, ধৃত মন্ত্রীর শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে ধরেন তাঁর আইনজীবীও৷  দাবি করেন, গত কয়েকদিনে তাঁর মক্কেলের শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে ৷ তাঁকে তড়িঘড়ি কোনও সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো প্রয়োজন৷ এমনকী, এ বিষয়ে জেল কর্তৃপক্ষের মেডিক্যাল রিপোর্টও আদালতকে দেখার আর্জি জানানো হয়৷
advertisement
advertisement
এদিকে, জ্যোতিপ্রিয় মল্লিককে ১৪ দিন জেলে গিয়ে জেরা করার আবেদন জানানো হয় ইডির তরফে৷ একই সঙ্গে জেরা ও বয়ান রেকর্ড করার জন্য ডিজিটাল সামগ্রী ব্যবহারেরও অনুমতি চাওয়া হয় আদালতের কাছে৷ জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী পাল্টা বলেন, ‘‘জামিনের আবেদন করছি না। মেডিক্যাল গ্রাউন্ড থেকে পিটিশন। কম্যান্ড হাসপাতাল বলছে তিনি স্টেবল। আমরা আবেদন করছি, মন্ত্রীর এই মুহূর্তের শরীরের অবস্থা কেমন সেই বিষয়ে জেল কর্তৃপক্ষের কাছ থেকে মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠানো হোক।’’
advertisement
এর পরেই জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান, বর্তমানে ক্রনিক কিডনি ডিজিজের তৃতীয় স্টেজে রয়েছেন জ্যোতিপ্রিয়৷ বলেন, ‘‘কিডনির সমস্যা ওঁর 3 rd স্টেজে। আমরা আবেদন করছি, মন্ত্রীর জন্য অন্তত জেলের মধ্যে যদি একটা খাট এবং টেবিলের ব্যবস্থা যদি করা যায়।’’
আরও পড়ুন: বদমেজাজি নানা পাটেকর! ফ্যানকে সপাটে চড়, কেন? ভাইরাল ভিডিওর আসল সত্যিটা কী জানুন
এর উত্তরে অবশ্য বিচারক জানান, এ বিষয়ে আদালত কিছু বলতে পারে না। ইডির আইনজীবী অবশ্য আদালতে দাবি করেন, জেল কর্তৃপক্ষের তরফে যে রিপোর্ট এসেছে, তাতে অসুস্থতার কথা বলা থাকলেও অর্থাৎ, জ্যোতিপ্রিয় ফিট নন সেটা জানানো হলেও, তাঁকে কোনও হাসপাতালে স্থানান্তর করার কথা বলা নেই।
advertisement
শুনানি শেষে জোত্যিপ্ৰিয় মল্লিকের ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় ইডি-র বিশেষ আদালতের।
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: সুগার ৩৫০, কিডনির রোগ থার্ড স্টেজ! জেলে একী অবস্থা জ্যোতিপ্রিয়র.. আবারও কি হাসপাতালে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement