Nana Patekar | Viral Video: বদমেজাজি নানা পাটেকর! ফ্যানকে সপাটে চড়, কেন? ভাইরাল ভিডিওর আসল সত্যিটা কী জানুন

Last Updated:

#MeToo আন্দোলনের সময়ও নানা পাটেকারের বিরুদ্ধে উঠে এসেছিল আপত্তিকর অভিযোগ৷ তাছাড়া, তাঁর অভিনীত চরিত্রগুলির কারণেই হয়ত, তাঁকে খুবই মেজাজি মানুষ বলে মনে করেন অনেকে৷

বারাণসী: রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন নানা পাটেকর৷ তাঁর পরনে শার্ট, ঢিলে করে লাগানো টাই এবং হাল্কা কোট৷ হঠাৎ করেই তাঁর পিছন দিক থেকে আসতে দেখা গেল বছর কুড়ির এক তরুণকে৷ তরুণের পরনে নীল টি-শার্ট৷ কাঁধে লাল গামছা৷ ওই তরুণ নানা পাটেকারের সঙ্গে সেলফি তুলতে গেলেই অভিনেতা চমকে গিয়ে সপাটে চড় কষালেন তাঁর গালে৷ প্রায় সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ওই তরুণকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলেন ঘটনাস্থলে উপস্থিত একজন যুবক৷ বুধবার সকাল থেকেই হুহু করে ভাইরাল হয়েছে নানা পাটেকারের এই ভিডিও৷ তারপর নিন্দার ঝড় থেকে শুরু করে বিতর্ক সব মহলে৷ সত্যিই কি ফ্যানের সঙ্গে এই ঘৃণ্য আচরণ করেছেন বর্ষীয়ান ওই অভিনেতা? ছেলেটির দোষই বা কী ছিল, সামান্য সেলফি তুলতেই তো চেয়েছিল৷
ভিডিও ভাইরাল হতেই অবশ্য গোটা ঘটনাটা পরিষ্কার করে দিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত পরিচালক অনিল শর্মা৷ জানিয়েছেন, ‘‘নানা পাটেকার কাউকে মারধর করেননি৷ আসলে বারণসীর ব্যস্ত রাস্তায় আমরা শ্যুটিং করছিলাম৷ সেখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন নানা৷ শটটা ছিল, এক তরুণ তাঁর কাছে আসবে আর তিনি রেগে গিয়ে তাঁর মাথায় সপাটে একটা চাঁটি মারবেন৷ সেই সিকোয়েন্সেরই শ্যুটিং চলছিল তখন৷ ’’
advertisement
পরিচালকের বক্তব্য, শ্যুটিং চলার সময় ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তি বিষয়টার ভিডিও করে নেয়৷ তার পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হতেই হূলস্থূল কাণ্ড৷
advertisement
advertisement
পরিচালক বলেন, ‘‘ওই ভিডিওটির জন্য নানা পাটেকারকে সকলে খারাপ চোখে দেখছেন৷ তাঁকে বদমেজাজি অভিনেতা বলে দেগে দেওয়া হচ্ছে৷ কিন্তু, সংবাদমাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই, বিষয়টা মোটেই এমন নয়৷ ভাইরাল ভিডিওর পিছনে আসল সত্যিটা জানুন৷ নানা পাটেকার কাউকে মারধর করেননি৷’’
আরও পড়ুন: রাতারাতি কেন শেল কোম্পানি গুটিয়ে দেওয়ার নির্দেশ! ইডির কাছে এবার সব ‘ফাঁস’
#MeToo আন্দোলনের সময়ও নানা পাটেকারের বিরুদ্ধে উঠে এসেছিল আপত্তিকর অভিযোগ৷ তাছাড়া, তাঁর অভিনীত চরিত্রগুলির কারণেই হয়ত, তাঁকে খুবই মেজাজি মানুষ বলে মনে করেন অনেকে৷ তবে অনিল শর্মা জানাচ্ছেন, সম্প্রতি ‘জার্নি’ নামের একটি সিনেমার শ্যুটিং শুরু করেছেন তিনি৷ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন নানা পাটেকারও৷ সেই সিনেমারই শ্যুটিং হচ্ছে বারাণসীতে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nana Patekar | Viral Video: বদমেজাজি নানা পাটেকর! ফ্যানকে সপাটে চড়, কেন? ভাইরাল ভিডিওর আসল সত্যিটা কী জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement