Jyotipriya Mallick: রাতারাতি কেন শেল কোম্পানি গুটিয়ে দেওয়ার নির্দেশ! ইডির কাছে এবার সব ‘ফাঁস’
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
গত রবিবার ইডি হেফাজত শেষে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে৷ যদিও তিনি অসুস্থ থাকায় তাঁকে এদিন এজলাসে আনা হয়নি৷ লক আপ থেকেই ভিডিও কলে শুনানিতে হাজির করানো হয় জোত্যিপ্ৰিয়কে। এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর জেল হেফাজতের আবেদন জানান ইডি-র আইনজীবী৷ পাশাপাশি ডিজিটাল ডিভাইস নিয়ে বয়ান রেকর্ড জন্যেও আবেদন জানানো হয় ইডির তরফে।
কলকাতা: কালো টাকা লুকোতেই নিজের সিএ শান্তনু ভট্টাচার্যকে তিন শেল কোম্পানিকে গুটিয়ে ফেলার (Liquidation) নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ এই সংস্থায় বিনিয়োগ করা টাকা যাতে অন্য কোথাও ব্যবহার করা যায়, সেই কারণেই এই তিন সংস্থা গুটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল৷ আদালতে এবার চাঞ্চল্যকর দাবি করল ইডি৷ সূত্রের খবর, প্রথমে এই তিন সংস্থার সঙ্গে কোনও রকমের যোগ থাকার কথা অস্বীকার করেছিলেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী৷ কিন্তু, স্ত্রী ও মেয়ের সঙ্গে মুখোমুখি জেরায় বেরিয়ে আসে অন্য তথ্য৷ জানা যায়, জ্যোতিপ্রিয়র কথাতেই কোম্পানির চেক বইয়ে সই করতেন তাঁর স্ত্রী ও মেয়ে৷ তাঁর নির্দেশেই সংস্থাগুলির ডিরেক্টর হন তাঁরা৷ পরে সেই নাকি কথা স্বীকার করেছেন জ্যোতিপ্রিয়ও৷
গত রবিবার ইডি হেফাজত শেষে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে৷ যদিও তিনি অসুস্থ থাকায় তাঁকে এদিন এজলাসে আনা হয়নি৷ লক আপ থেকেই ভিডিও কলে শুনানিতে হাজির করানো হয় জোত্যিপ্ৰিয়কে। এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর জেল হেফাজতের আবেদন জানান ইডি-র আইনজীবী৷ পাশাপাশি ডিজিটাল ডিভাইস নিয়ে বয়ান রেকর্ড জন্যেও আবেদন জানানো হয় ইডির তরফে।
advertisement
আরও পড়ুন: সেই জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয়কে! মুখবন্ধ খামের রিপোর্টে বদলে গেল সব, বড় সিদ্ধান্ত
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী শ্যামল ঘোষ আদালতে তাঁর মক্কেলের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন৷ দাবি করেন, ইডি কাস্টডিতে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ সেই কারণে কোনও সরকারি হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা করানো হোক৷ তবে জ্যোতিপ্রিয়র আইনজীবীর আবেদনের বিরোধিতা করে ইডি৷
advertisement
advertisement
ইডির আইনজীবী পাল্টা জানান, অসুস্থ হলে জেল হাসপাতালে ট্রিটমেন্ট করানো যেতে পারে। তাছাড়া, কম্যান্ড হাসপাতালের মেডিক্যাল বোর্ড জানিয়েছে ক্লিনিকালি জোত্যিপ্ৰিয় মল্লিক শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। কোনও ভাবে ভর্তি করিয়ে চিকিৎসার প্রয়োজন নেই। এরপরেই, বিচারকের উদ্দেশে মুখ বন্ধ খামে মেডিক্যাল রিপোর্ট জমা দেন তিনি।
আরও পড়ুন: বাকিবুরের ‘কালো’ টাকা কোন ম্যাজিকে ‘সাদা’ হত! জানতে মন্ত্রীর আয়কর নথি ঘাঁটবে ইডি
Ed আইনজীবী জানান, জ্যোতিপ্রিয়কে পুনরায় জেরা করা প্রয়োজন তাঁদের। এছাড়া, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সংক্রান্ত বেশ কিছু বুলেট পয়েন্ট দেওয়া হয় বিচারকের সামনে। অভিযুক্তের আইনজীবী বলেন, ‘‘আমরা জামিনের আবেদন করছি না। কিন্তু জেল সুপারকে যেন আদালত নির্দেশ দেয়, যাতে সেখানে জ্যোতিপ্রিয়ের চিকিৎসা ঠিকমতো করানো হয়। উনি ক্রনিক পেসেন্ট।’’
advertisement
দু’পক্ষের সওয়াল জবাব শুনে ১৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়ের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। জেলে গিয়ে জ্যোতিপ্ৰিয় মল্লিককে জেরা করারও অনুমতি পায় ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 13, 2023 7:41 PM IST