Jyotipriya Mallick: বাকিবুরের ‘কালো’ টাকা কোন ম্যাজিকে ‘সাদা’ হত! জানতে মন্ত্রীর আয়কর নথি ঘাঁটবে ইডি

Last Updated:

৯ কোটি টাকার বিষয়টি সামনে আসার পরে একাধিক প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের৷ জ্যোতিপ্রিয় যে বাকিবুরের কাছ থেকে এই ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন, বাকিবুর কিংবা জ্যোতিপ্রিয়ের আয়ের উৎস কী? কোথা থেকে এসেছিল এই কোটি কোটি টাকা? আয়কর দফতরে জমা দেওয়া নথি থেকে সেই সব তথ্য পেতে চাইছেন তাঁরা৷

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ যদিও ঋণ হিসাবে৷ তার আয়কর রিটার্নও নাকি ফাইল করেছিলেন তিনি৷ জিজ্ঞাসাবাদের সময় ইডি কর্তাদের কাছে অন্তত তেমনটাই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ আদালতেও সেই তথ্য পেশ করেছেন গোয়েন্দারা৷ এবার জ্যোতিপ্রিয়র দেওয়া সেই তথ্যই আয়কর দফতরের কাছ থেকে যাচাই করতে চায় ইডি৷
ইডি সূত্রের খবর, ওই ৯ কোটি টাকা সংক্রান্ত নথি আয়কর দফতরের কাছ থেকে চাওয়া হবে। কারণ, জ্যোতিপ্ৰিয় জিজ্ঞাসাবাদের সময় দাবি করেছেন, ওই ৯ কোটি টাকা ঋণ নিয়ে তার আয়কর জমা দিয়েছেন তিনি। ইডি মনে করছে, এভাবেই আসলে বাকিবুরের কাছ থেকে আসা কালো টাকা আসলে সাদা করেছেন মন্ত্রী। বিষয়টি স্পষ্ট করতেই এবার আয়কর দফতরের কাছ থেকে তথ্য চাওয়ার ভাবনা।
advertisement
আরও পড়ুন: চলে গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, বাঁকুড়ার ৯ বারের সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ দলের
৯ কোটি টাকার বিষয়টি সামনে আসার পরে একাধিক প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের৷ জ্যোতিপ্রিয় যে বাকিবুরের কাছ থেকে এই ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন, বাকিবুর কিংবা জ্যোতিপ্রিয়ের এত কোটি টাকা আয়ের উৎস কী? কোথা থেকে এসেছিল এই কোটি কোটি টাকা? আয়কর দফতরে জমা দেওয়া নথি থেকে সেই সব তথ্য পেতে চাইছেন তাঁরা৷
advertisement
advertisement
সূত্রের খবর, ইডির তদন্তে উঠে আসা তিনটি সন্দেহভাজন শেল কোম্পানির সঙ্গে নিজের বা নিজের পরিবারের যোগ জেরায় অস্বীকার করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ তবে, জানিয়েছিলেন, বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি৷ সেই টাকা তাঁর স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে রাখার পরে নিয়ম মেনে আইকর রিটার্নও দিয়েছিলেন।
আরও পড়ুন:‘সিপিএম-ই খুন করেছে!,’ তৃণমূল নেতার বাবার বিস্ফোরক দাবি! পুড়ে ছারখার সব, আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষরা
কিন্তু, ইডির দাবি, হিসাব বহির্ভূত টাকা আয়কর রিটার্নে ঋণ হিসাবে দেখালেই অভিযুক্তের অপরাধ কম হয়ে যায় না। নিয়ম অনুসারে, ঋণের টাকা আয়করে দেখানো যায় না। একমাত্র বৈধ টাকাই আয়করে দেখানো যায়। এক্ষেত্রে, বিষয়টা ঠিক কেমন ছিল, সেটাই আয়কর দফতরের নথি যাচাই করে দেখতে চাইছে ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: বাকিবুরের ‘কালো’ টাকা কোন ম্যাজিকে ‘সাদা’ হত! জানতে মন্ত্রীর আয়কর নথি ঘাঁটবে ইডি
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement