Basudeb Acharia: চলে গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, বাঁকুড়ার ৯ বারের সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ দলের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আদতে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা বাসুদেব আচারিয়া। কিন্তু, তাঁর রাজনৈতিক ভূমি ছিল বাঁকুড়াই৷ ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম। সেখানেই পড়াশোনা। ছাত্র বয়সেই বাম আন্দোলনে যুক্ত হয়ে পড়া৷ ১৯৮০ সাল থেকে ২০০৯ পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন তিনি। একসময় রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন বাসুদেববাবু।
কলকাতা: প্রয়াত সিপিএমের প্রবীণ নেতা বাসুদেব আচারিয়া৷ বাম আমলে বাঁকুড়ার দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ বাসুদেব বাবু দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন৷ সম্প্রতি হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর৷ সোমবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বাঁকুড়ার ৯ বারের সাংসদ ছিলেন এই বর্ষীয়ান নেতা৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
আদতে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা বাসুদেব আচারিয়া। কিন্তু, তাঁর রাজনৈতিক ভূমি ছিল বাঁকুড়াই৷ ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম। সেখানেই পড়াশোনা। ছাত্র বয়সেই বাম আন্দোলনে যুক্ত হয়ে পড়া৷ ১৯৮০ সাল থেকে ২০০৯ পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন তিনি। একসময় রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন বাসুদেববাবু।
advertisement
আরও পড়ুন:‘সিপিএম-ই খুন করেছে!,’ তৃণমূল নেতার বাবার বিস্ফোরক দাবি! পুড়ে ছারখার সব, আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষরা
২০১৪ সালে শেষবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেবার তৃণমূল প্রার্থী মুনমুন সেনের কাছে পরাজিত হন। তার পর থেকে অবশ্য সক্রিয় রাজনীতি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়েছিলেন বাসুদেববাবু৷ পরের দিকে শারীরিক অসুস্থতাও তাতে বাধা হয়ে দাঁড়ায়৷
advertisement
advertisement
আরও পড়ুন: বগটুই কাণ্ডের ছায়া জয়নগরে! তৃণমূল নেতা খুন, দাউ দাউ করে জ্বলছে গোটা গ্রাম
এদিন সিপিএমের তরফে সোশ্যাল মিডিয়ায় বাসুদেববাবুর মৃত্যু সংবাদ জানানো হয়৷ স্থানীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে শীর্ষ নেতারা বাসুদেব আচারিয়ার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 13, 2023 2:46 PM IST