Joynagar TMC Leader Murder: বগটুই কাণ্ডের ছায়া জয়নগরে! তৃণমূল নেতা খুন, দাউ দাউ করে জ্বলছে গোটা গ্রাম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুলিশ গ্রামে পৌঁছলেও রাস্তাঘাট খারাপ থাকায় এখনও সেখানে পৌঁছতে পারেনি দমকল৷ স্থানীয় মহিলারাই পুকুর, কুয়ো থেকে জল তুলে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বলে জানা গিয়েছে৷
দক্ষিণবঙ্গ: কালীপুজোর পরের দিন সকালেই জয়নগরে খুন তৃণমূল নেতা৷ বামনগাছির গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্করকে (৪৩) গুলি করে খুন৷ পুলিশ সূত্রের খবর, সোমবার ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা। রাস্তাতেই তাঁকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী৷ কিছু বুঝে ওঠার আগেই সইফুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায় তাদের একজন। সইফুদ্দিনের কাঁধে গুলি লাগে। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষপর্যন্ত বাঁচানো যায়নি৷
এলাকার তৃণমূল সংগঠনের অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন সইফুদ্দিন৷ যথেষ্ট জনপ্রিয় ছিলেন বলেও দাবি তৃণমূল সূত্রের। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। তিনি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রকেই দায়ী করেন। মৃতের বাবা ইলিয়াস লস্কর অবশ্য আঙুল তুলেছেন সিপিএমের দিকে।
এদিকে, সইফুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়৷ পর পর কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ কার্যত দাউদাউ করে জ্বলছে গোটা গ্রাম। বাড়ি ঘর, গাছপালা দোকান সব পুড়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। মজুত রাখা ধান ও ধানের গোলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়িগুলি থেকে আসবাব বার করে ছুঁড়ে ফেলা হয়েছে রাস্তায়৷
advertisement
advertisement
আরও পড়ুন: শ্রীরামকৃষ্ণ যেতেন নিয়মিত, একসময় হত নরবলিও! জানেন এই কালীবাড়ির গা ছমছম করা ইতিহাস
পুলিশ গ্রামে পৌঁছলেও রাস্তাঘাট খারাপ থাকায় এখনও পর্যন্ত সেখানে পৌঁছতে পারেনি দমকল৷ স্থানীয় মহিলারাই পুকুর, কুয়ো থেকে জল তুলে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বলে জানা গিয়েছে৷
advertisement
পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন, গুলির ঘটনায় যে ব্যক্তি যুক্ত, তাঁকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি খুনের কথা স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 13, 2023 12:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joynagar TMC Leader Murder: বগটুই কাণ্ডের ছায়া জয়নগরে! তৃণমূল নেতা খুন, দাউ দাউ করে জ্বলছে গোটা গ্রাম