Kali Puja 2023: শ্রীরামকৃষ্ণ যেতেন নিয়মিত, একসময় হত নরবলিও! জানেন এই কালীবাড়ির গা ছমছম করা ইতিহাস
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এখন পুজো সামলান বলাগড়ের মুখোপাধ্যায় পরিবার। বাগবাজারের এই কালীর পুজোয় কারণবারি নিবেদন অন্যতম গুরুত্বপূর্ণ আচার। শুধু পুজোয় নয়, পুরোহিত পুজোয় বসার আগেও নাকি চানাচুরের সঙ্গে কারণবারি পান করেন৷ আজও।
কলকাতা: প্রায় ৫০০ বছর আগের কথা৷ হিমালয়ের কোনও এক নাম না জানা গুহায় সাধনা করছেন তপস্বী কালীবর নামে এক উপাসক৷ একদিন এক অদ্ভুত স্বপ্ন এল তাঁর কাছে৷ সেই স্বপ্ন থেকেই জন্ম হল বঙ্গদেশের শক্তি সাধনার আরও এক কিংবদন্তির৷ স্বপ্নে তপস্বী দেখলেন, গঙ্গার বাম তীরে গহীন অরণ্যে পড়ে রয়েছে এক কালীমূর্তি৷ সঙ্গে সঙ্গে আদেশ৷ স্বপ্নে মা কালী তপস্বীকে নির্দেশ দিলেন, সেখান থেকে তাঁকে যেন উদ্ধার করা হয়৷ ব্যবস্থা করা হয় পূর্জার্চনার৷ মা কালীর সেই স্বপ্নাদেশ পেয়ে ক্ষণকাল মাত্র ব্যয় করেননি উপাসক৷ সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করেন স্বপ্নে দেখা সেই জায়গাটার উদ্দেশে৷ পায়ে পায়ে হাঁটতে থাকেন দীর্ঘপথ৷ কেটে যায়, মাসের পর মাস, বছরের পর বছর৷ একদিন অবশ্য ঠিক খুঁজে পেয়ে যান গঙ্গার বাম তীরের সেই গহীন অরণ্য৷ হোগলা বন৷ আজ যে জায়গার নাম বাগবাজার৷
জানা যায়, তপস্বী কালীবর এক হোগলা বনের মধ্যে খুঁজে পেয়েছিলেন এক কালীমূর্তিকে৷ সেখানেই শুরু করেন দেবীর উপাসনা। ভক্তের পুজোয় তুষ্ট হন দেবী। মূর্তি স্থাপনের পরে কিছুদিন কালীবরের হাতে দেবী পুজো পেলেও পরে পুজোর ভার নিজের হাতে তুলে নেন এক সন্ন্যাসী কাপালিক। তিনিই গোলপাতার ছাউনি দেওয়া মন্দিরে দেবীর নিত্য আরাধনা করতে থাকেন। গঙ্গা নদী ও জঙ্গলে ঘেরা মন্দিরে এরপর পুজো শুরু করে ডাকাতরা। মায়ের আরাধনায় এক সময় নরবলিও দেওয়া হত বলে শোনা যায়।
advertisement
আরও পড়ুন: কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি? সাগরে নিম্নচাপের কালো মেঘ, ভাসবে কোন কোন জেলা?
শ্রীরামকৃষ্ণ থেকে গিরিশ ঘোষ। একসময় সকলেই নিয়মিত আসতেন উত্তর কলকাতার এই কালী মন্দিরে। আজ যে মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে খ্যাত।
advertisement

কালীপুজোর দীপান্বিতা অমাবস্যায় নিষ্ঠাভরে পুজো হয় এই কালীবাড়িতেও৷ নতুন রুপে সুসজ্জিত হয়ে ওঠে এই কালীমন্দির৷ ঢল নামে ভক্তদের৷
advertisement
আরও পড়ুন: সিঁদুর-হলুদ দিয়ে করুন তুলসীর এই প্রতিকার! অভাব ছুঁতে পারবে না, ভরে উঠবে সংসার
নিকট অতীতে চক্রবর্তী পরিবারের হাতে এই পুজোর দায়িত্বভার থাকলেও এখন পুজো সামলান বলাগড়ের মুখোপাধ্যায় পরিবার। বাগবাজারের এই কালীর পুজোয় কারণবারি নিবেদন অন্যতম গুরুত্বপূর্ণ আচার। শুধু পুজোয় নয়, পুরোহিত পুজোয় বসার আগেও নাকি চানাচুরের সঙ্গে কারণবারি পান করেন৷ আজও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 12, 2023 1:01 PM IST