Knowledge Story: একটা বিষধর সাপ অন্য বিষধর সাপকে কামড়ালে সব সময় কিন্তু সে মরে যায় না, কী হয় জানেন?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দু’টো বিষধর সাপ যদি পরস্পরের সঙ্গে লড়াই করার সময় একে অপরকে ছোবল মারে তাহলে কি সাপ দু’টি মরে যায়? রিসার্চগেট সাইটের দেওয়া উত্তর অনুযায়ী, এই প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না উভয়ই হতে পারে।
এখন অবশ্য এই দৃশ্য খুব একটা দেখতে পাওয়া যায় না৷ কিন্তু, বছর কয়েক আগেও যখন বাড়ির আশপাশে গাছপালা, ঝোপঝাড়ের পরিমাণ বেশি থাকত, তখন দেখা যেত এই দৃশ্য৷ দুই সাপের তুমুল লড়াই৷ তাতে কখনও কখনও মরেও যেত একটি সাপ৷ কখনও কি ভেবেছেন? দুই বিষধর সাপের একটি যদি অন্যটির সঙ্গে তুমুল লড়াই করে এবং ছোবল মারে, তাহলে কী হয়? দু’টো সাপই কি মরে যায়?
advertisement
advertisement
দু’টো বিষধর সাপ যদি পরস্পরের সঙ্গে লড়াই করার সময় একে অপরকে ছোবল মারে তাহলে কি সাপ দু’টি মরে যায়? রিসার্চগেট সাইটের দেওয়া উত্তর অনুযায়ী, এই প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না উভয়ই হতে পারে। তবে, সাধারণত মারামারি বা মিলনের সময় একই প্রজাতির একটি সাপ সেই প্রজাতিরই অন্য সাপকে কামড়ালে তাতে তেমন একটা প্রভাব পড়ে না।
advertisement
advertisement
advertisement
কিন্তু, অন্য প্রজাতির সাপের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম৷ আসলে, একটি প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে অন্য প্রজাতির সাপের শরীরে কোনও প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, যেমনটা তার নিজের বিষের ক্ষেত্রে হয়৷ তাই এক প্রজাতির বিষধর সাপ অন্য প্রজাতির বিষধর সাপকে ছোবল মারলে অন্য সাপের শরীরে অবশ্যই তার প্রভাব পড়ে৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন সুযোগ খুব কম৷ কারণ, এক প্রজাতির সাপ অন্য প্রজাতির সাপের সঙ্গে সাধারণত মারামারি করে না।
advertisement
একটি কিং কোবরা এবং একটি ভারতীয় কোবরা একে অপরকে কামড়ালে, উভয়ের বিষ অবশ্যই একে অপরকে মেরে ফেলতে পারে। তবে সেক্ষেত্রে, কোন সাপটি বড় এবং তার বিষের পরিমাণ কী রকম, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়৷ অর্থাৎ, বড় বিষধর সাপ এবং ছোট কোনও বিষধর সাপ একে অপরকে ছোবল মারলে বড় সাপটির বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে৷
advertisement
তবে এমনও দেখা যায়, সাপ অন্য বিষাক্ত প্রাণিও দিব্যি খেয়ে হজম করে নিতে পারে৷ তখন কিন্তু তাদের কোনও ক্ষতি হয় না। কারণ, তাদের পাকস্থলীতে থাকা বিশেষ পাচক রাসায়নিক থাকে, যা ওই প্রাণীর বিষকে দ্রুত নিষ্ক্রিয় করে দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি বিষাক্ত সাপ কোনও ইঁদুরকে কামড়ায় এবং সেই মৃত ইঁদুরকে অন্য কোনও সাপ খায় তাহলে কিন্তু, দ্বিতীয় সাপটি মরবে না।