বনগাঁতে পরিত্যক্ত ব্যাগের মধ্যে মিলল মানুষের মাথার খুলি ! হাড়ের গায়ে লেখা লাল কালি দিয়ে
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
পরিত্যক্ত ব্যাগের মধ্যে থেকেই উদ্ধার মাথার খুলি-সহ মানুষের হাড়গোড় !
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বনগাঁতে সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে আসল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড় ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ থানার ঢাকা পাড়া ২১ নম্বর ওয়ার্ডের বনবিবিতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫ থেকে ৩০ দিন ধরে জলমগ্ন অবস্থায় পড়েছিল একটি ব্যাগ।
এলাকায় জল শুকোতে শুরু করায় এদিন কৌতূহলবশত চাষি প্রদ্যুৎ মণ্ডল ব্যাগটি খোলেন। এরপর ব্যাগে উঁকি দিতেই চমকে ওঠেন তিনি। দেখেন মানুষের মাথার খুলি-সহ বিভিন্ন অস্থি পড়ে রয়েছে। হাড়গুলির গায়ে লাল কালি দিয়ে কিছু লেখা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় মানুষজন। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস ঘটনাস্থলে পৌঁছন। পরে তিনি বনগাঁ থানাকে গোটা বিষয়টি জানালে পুলিশ এসে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কীভাবে ওই ব্যাগটি সেখানে আসল এবং কার দেহাংশ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে ট্রলি ব্যাগে করে দেহ পাচারের ঘটনা উঠে এসেছিল জেলায়। তবে কি কাউকে খুন করে এভাবেই দেহ গায়েবের চেষ্টা চালানো হয়েছিল? এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সীমান্ত শহরে। প্রত্যক্ষদর্শী আর এক ব্যক্তি জানান, এভাবে ব্যাগের মধ্যে থেকে হাড়গোড়, মাথার খুলি কীভাবে এখানে আসল তা কেউই বুঝে উঠতে পারছেন না। বেশ কিছুদিন ধরেই জলমগ্ন অবস্থায় ছিল এই এলাকা, তার মধ্যেই ছিল ব্যাগটি । পুলিশ তদন্ত করে দেখুক গোটা ঘটনাটি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 18, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বনগাঁতে পরিত্যক্ত ব্যাগের মধ্যে মিলল মানুষের মাথার খুলি ! হাড়ের গায়ে লেখা লাল কালি দিয়ে

