UIDAI Alert: এবার বিনামূল্যে করা যাবে আধার আপডেট ? কারা পাবেন এই সুবিধা জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Biometric Update: কারা এই সুবিধা পাবেন এবং কীভাবে বিনা খরচে আধার আপডেট করবেন—জেনে নিন এক নজরে।
ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) শিশুদের জন্য আধার বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া আরও সহজ করতে Behavioural Insights Limited (BIT)-এর সঙ্গে হাত মিলিয়েছে। এই অংশীদারত্বের লক্ষ্য হল বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (MBU) প্রক্রিয়াকে আরও উন্নত করা—যেখানে ৫ বছর ও ১৫ বছরের দুটি গুরুত্বপূর্ণ সময়ে প্রতিটি শিশুকে তাদের আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ছবি পুনরায় আপডেট করতে হয়।
advertisement
advertisement
নতুন এই উদ্যোগের আওতায়, BIT UIDAI-র সঙ্গে কাজ করবে অভিভাবকদের পিছিয়ে পড়ার সঠিক কারণগুলি বোঝার জন্য—তা প্রক্রিয়া সম্পর্কে অস্পষ্টতা হোক, ভুলে যাওয়া হোক বা লজিস্টিকজনিত সমস্যা। এই তথ্যের ভিত্তিতে, দলটি এমন নির্দেশনা, স্মরণবার্তা এবং সরলীকৃত যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে যাতে পুরো প্রক্রিয়াটি আরও সহজ, স্বাভাবিক এবং ঝামেলাহীন হয়।
advertisement
গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে UIDAI ঘোষণা করেছে যে ১ অক্টোবর ২০২৫ থেকে শুরু করে এক বছরের জন্য ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেটের ফি সম্পূর্ণ মাফ করা হবে। এই পদক্ষেপের ফলে আর্থিক উদ্বেগ কমবে এবং অভিভাবকদের নির্ধারিত সময়সীমার মধ্যেই বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (MBU) সম্পন্ন করতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement









