SIR-এর জন্য কাউকে ফোন করে OTP চাওয়া হচ্ছে না, সতর্ক করল নির্বাচন কমিশন ও পুলিশ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে জানানো হল, SIR-এর ফর্মপূরণে মোবাইল নম্বর দিতে হলেও OTP ভেরিফিকেশনের কোনও বিষয় নেই। তাই কেউ ফর্মপূরণের নামে ওটিপি চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এসআইআর-এর জন্য কোনওরকম OTP চাওয়া হয় না মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর বা জাতীয় নির্বাচন কমিশন থেকে। শুধু তাই নয় , ভোটার তালিকা সংশোধনের জন্যও কোনরকম ওটিপি চাওয়া হয় না। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এর আগে অভিযোগ উঠেছিল যে, কমিশনের নাম ভাঁড়িয়ে বহু মোবাইল ফোনে OTP পাঠানো হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার জন্য ওই ওটিপি জরুরি। অনেকেই তা বিশ্বাস করে ওই ভুয়ো OTP নম্বর বলে দিচ্ছেন বলে অভিযোগ জানায় কমিশনের কাছে। মনে করা হচ্ছে, অসাধু উপায়ে টাকা পয়সা হাতানোর জন্যই একটা চক্র এই কাজ করছে।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে, ‘‘সবার অবগতির জন্য জানানো হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে কোনও OTP চাওয়া হচ্ছে না। স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত কোনও কাজের জন্য কোনও মোবাইল নম্বরে কোনও OTP চাইবে না ৷’’
advertisement
advertisement
স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের বৈঠক হয়। ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়েই বৈঠক করলেন জাতীয় নির্বাচন কমিশনার। অন্যান্য রাজ্যের পাশাপাশি রাজ্যে এসআইআর প্রক্রিয়া কেমন চলছে, তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের থেকে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনার। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন কমিশনার বলে কমিশন সূত্রে খবর। বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম দেওয়ার কাজ প্রায় শেষ হলেও যাতে দ্রুত আপলোডিং-এর প্রক্রিয়াও শেষ করা হয়, তা নিয়েও এদিন বৈঠকে নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
— Kolkata Police (@KolkataPolice) November 17, 2025
এসআইআর চলাকালীন অভিযোগ জানানোর ব্যবস্থা করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এসআইআর ফর্ম যদি কেউ না পান এই নম্বরে ফোন করে অভিযোগ জানান। তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি থেকে শুরু করে টেলিফোন নম্বর বিশেষ ব্যবস্থা করলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে।৯৮৩০০৭৮২৫০- এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। ১৯৫০, ২২৩১০৮৫০ এই নম্বরগুলিতে ফোন করে জানানো যাবে অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 12:40 PM IST

