Karate : মাত্র পাঁচ টাকায় ক্যারাটে প্রশিক্ষণের সুযোগ! ফিটনেস বাড়বে, আত্মরক্ষায় কাজে লাগবে, এমন সুযোগ আর পাবেন না!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Karate : মেয়েদের আত্মরক্ষার স্বার্থে এক অভিনব উদ্যোগ, পাঁচ টাকাতেই ক্যারাটে প্রশিক্ষণ!
মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে এক অভিনব উদ্যোগ। মাত্র পাঁচ টাকার বিনিময়ে মিলবে ক্যারাটে প্রশিক্ষণের সুযোগ। পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের ডুমুরিয়া গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও একটি মার্শাল আর্ট একাডেমির সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায়, মাত্র পাঁচ টাকার বিনিময়ে ক্যারাটে প্রশিক্ষণ নিতে পারবে এলাকার ছেলে-মেয়েরা।
সপ্তাহে একদিন ডুমুরিয়া আপার প্রাইমারি স্কুলের মাঠে এই প্রশিক্ষণ চলবে। প্রতিনিয়ত যে-ভাবে নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসে,তাই মূলত নারীদের সুরক্ষা প্রদান করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের আত্মরক্ষায় সহায়তা করবে এই ক্যারাটে প্রশিক্ষণ।
এই বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য পার্থ রায় বলেন, ইতিপূর্বে আমরা নানান সামাজিক কাজকর্ম করেছি। এবার মহিলাদের সুরক্ষা দিতে সপ্তাহে একদিন করে ক্যারাটে প্রশিক্ষণের আয়োজন করছেন তারা। আশা করা যাচ্ছে এই প্রশিক্ষণ শুরু হলে সকলেই অনেকটা উপকৃত হবে।
advertisement
advertisement
আগামী দিনে দীর্ঘমেয়াদী ভাবে এই প্রশিক্ষণ চলবে বলে আশা করা যাচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মানবাজার এলাকার স্থানীয় বাসিন্দারা। কারণ মানবাজারে এই প্রশিক্ষণ হওয়া খুবই প্রয়োজন ছিল বলে মনে করেন তারা। পরবর্তীতে নিজেদের মেয়েদের তারা এই প্রশিক্ষণ দিতে চান।
আরও পড়ুন- এক ক্লিকেই অ্যাকাউন্ট হবে চরম সুরক্ষিত! WhatsApp-এ আসছে ‘এক্সট্রিম প্রোটেকশন মোড’
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়েদের আত্মরক্ষার কৌশল জানা খুবই প্রয়োজন। অনেক সময় আর্থিক খরচের কারণে অনেকেই ক্যারাটে প্রশিক্ষণ নেওয়ার থেকে পিছিয়ে যান। তাদের কথা চিন্তা করেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উপকৃত হবে মানবাজার এলাকার বহু ছেলে-মেয়েরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 3:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Karate : মাত্র পাঁচ টাকায় ক্যারাটে প্রশিক্ষণের সুযোগ! ফিটনেস বাড়বে, আত্মরক্ষায় কাজে লাগবে, এমন সুযোগ আর পাবেন না!
