Darjeeling: শীতের পাহাড়ে অফবিট জায়গায় ঘুরতে চান? নেওড়া ভ্যালির কোলে লুকিয়ে থাকা মাইরুং গাঁও আপনাকে ডাকছে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling: সিকিম–কালিম্পং যাতায়াতের প্রধান রাস্তায় বারবার ধসের ঘটনায় বহু পর্যটকের ভ্রমণ নষ্ট হয়েছে। ঠিক সেই সময়েই উত্তরবঙ্গের অফবিট মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠছে এক নতুন নাম—মাইরুং গাঁও।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: শীত নামতেই পাহাড়মুখো পর্যটকদের চিন্তা বাড়ে—ন্যাশনাল হাইওয়ে ১০-এ ধস নামবে কি না! বিগত বছরগুলোতে সিকিম–কালিম্পং যাতায়াতের প্রধান রাস্তায় বারবার ধসের ঘটনায় বহু পর্যটকের ভ্রমণ নষ্ট হয়েছে। ঠিক সেই সময়েই উত্তরবঙ্গের অফবিট মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠছে এক নতুন নাম—মাইরুং গাঁও। ধস–আতঙ্কের বাইরে, কালিম্পংয়ের নীরব সুন্দর পাহাড়ি গ্রামটি এ বছর শীতের ছুটির নতুন আকর্ষণে পরিণত হয়েছে।
advertisement
*কালিম্পং জেলার হৃদয়ে বিস্তৃত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রান্তঘেঁষে অবস্থিত মাইরুং গাঁও। সিকিমের প্যাঙ্গোলাখা ওয়াইল্ডলাইফ স্যাংচ্যুয়ারি থেকে ভুটানের সামসে জেলার ঘন পাইনবন—৮৮ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই অরণ্য রেড পান্ডা থেকে ব্ল্যাক প্যান্থার—অসংখ্য বন্যপ্রাণীর আশ্রয়স্থল। অথচ এত বৈচিত্র্যের মাঝেও মাইরুং গাঁও দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
