Crime News: বৃদ্ধাকে খুন করে কবর দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধ, থানায় এলাকাবাসী
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: বজবজে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ পরিবারের লোকজনের বিরুদ্ধে, ডাক্তারের ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল দেহ।
বজবজঃ বজবজে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ পরিবারের লোকজনের বিরুদ্ধে, ডাক্তারের ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল দেহ।
দক্ষিণ ২৪ পরগনা বজবজ ১ নম্বর ব্লকের বুইতা গ্রাম পঞ্চায়েতের গোবরচুরি পাকাপোল এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ গত শনিবার তাঁদের এলাকাতেই আনোয়ারা বিবি নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে খবর পান তাঁরা। ঝুলন্ত অবস্থায় ঘর থেকে দেহ উদ্ধার হয়। এরপরই মৃত ওই বৃদ্ধা আনোয়ারা বিবিকে কবর দিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
স্থানীয়দের আরও অভিযোগ করেন ডাক্তারের ডেট সার্টিফিকেট ছাড়াই কবর দিয়ে দেওয়া হয়। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হলেও স্থানীয়রা জানাচ্ছেন গলায় তাঁর কোন দাগ ছিল না। সেই কারণেই স্থানীয়রা মনে করছেন তাঁকে হয়তো খুন করার পর আত্মহত্যা হিসেবে দেখানো হচ্ছে। পরিবারের লোকজনের বিরুদ্ধেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা বজবজ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এরপর বজবজ থানার পুলিশ গতকাল কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্তের পর গোটা বিষয় জানা যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
যদিও ওই পরিবারের বৌমা জানান এটি মিথ্যে অভিযোগ। উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ওনার চিকিৎসা করানো হচ্ছিল হাসপাতালে। আমরা মধ্যবিত্ত পরিবার। এরপর আমরা হাসপাতাল থেকে উনাকে বাড়ি নিয়ে আসি। পরিবারের লোকজনের দাবি শারীরিক অসুস্থতা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন।
আরও পড়ুনঃ শুরু নিম্নচাপের হানা! ঘূর্ণাবর্ত-ভারী বৃষ্টিপাত খেলা দেখাবে কতদিন? আশঙ্কার কালো মেঘ শরতের আকাশে
advertisement
ডাক্তারি ডেথ সার্টিফিকেট না নিয়ে কবর দেওয়ার হয়েছে এই কথা স্বীকার করে মৃতার পরিবারের লোকজন। তাঁরা বলেন উনার ঝুলন্ত দেহ দেখতে পাওয়ার পর স্থানীয়দের ডাকি আমরা। সেই সময় স্থানীয়রা তাঁদের পরামর্শ দেন বয়স হয়েছে, বয়স্ক মানুষ, ময়নাতদন্ত করলে বডি কাটা হবে। সেই কারণেই আমরা কবর দিয়ে দিই।
Samir Mondal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2024 11:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: বৃদ্ধাকে খুন করে কবর দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধ, থানায় এলাকাবাসী