Bankura News: বাঁকুড়ার পরিত্যক্ত পার্কে ঘুরে বেড়াচ্ছে এটা কী! ভয়ে থরথর করে কাঁপছে গ্রামবাসীরা

Last Updated:
Bankura News: শোনা যাচ্ছে খোলা হবে বহু প্রতীক্ষিত শুনুকপাহাড়ি ইকো পার্ক। শহরের থেকে বহু দূরে নির্জন এক জায়গায় বন্ধ হয়ে পড়ে রয়েছে এই বিরাট পার্ক।
1/6
শোনা যাচ্ছে খোলা হবে বহু প্রতীক্ষিত শুনুকপাহাড়ি ইকো পার্ক। শহরের থেকে বহু দূরে নির্জন এক জায়গায় বন্ধ হয়ে পড়ে রয়েছে এই বিরাট পার্ক।
শোনা যাচ্ছে খোলা হবে বহু প্রতীক্ষিত শুনুকপাহাড়ি ইকো পার্ক। শহরের থেকে বহু দূরে নির্জন এক জায়গায় বন্ধ হয়ে পড়ে রয়েছে এই বিরাট পার্ক।
advertisement
2/6
বাচ্চাদের পার্কের দোলনায় ধরেছে জং। প্রকৃতির মাঝে মনে হবে এ যেন ইংরেজি ভূতের সিনেমার এক দৃশ্য।
বাচ্চাদের পার্কের দোলনায় ধরেছে জং। প্রকৃতির মাঝে মনে হবে এ যেন ইংরেজি ভূতের সিনেমার এক দৃশ্য।
advertisement
3/6
বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুনুকপাহাড়ীতে রয়েছে এই ইকো পার্কটি।
বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুনুকপাহাড়ীতে রয়েছে এই ইকো পার্কটি।
advertisement
4/6
পার্কে আগে বাস করত চার চারটি এমু পাখি। তবে সেই সংখ্যাটা এখন ঠেকেছে মাত্র একটিতে। পার্কের এবং পাখিটির দেখভাল করেন সুভাষ পাল।
পার্কে আগে বাস করত চার চারটি এমু পাখি। তবে সেই সংখ্যাটা এখন ঠেকেছে মাত্র একটিতে। পার্কের এবং পাখিটির দেখভাল করেন সুভাষ পাল।
advertisement
5/6
কোভিডের লক ডাউনের সময় থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে ইকো পার্কটি। ভিতরে মানুষের ব্যাবহারের অভাবে নষ্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার।
কোভিডের লক ডাউনের সময় থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে ইকো পার্কটি। ভিতরে মানুষের ব্যাবহারের অভাবে নষ্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার।
advertisement
6/6
পঞ্চায়েতের প্রধান বাহামনি মুর্মু হেমব্রম জানান আবার চালু হতে পারে এই পার্ক।
পঞ্চায়েতের প্রধান বাহামনি মুর্মু হেমব্রম জানান আবার চালু হতে পারে এই পার্ক।
advertisement
advertisement
advertisement