Howrah: পুরভোটের মুখে বাম শিবির ছেড়ে তৃণমূলে, হাওড়ায় রাজনীতিতে বড় বদলের ইঙ্গিত

Last Updated:

Municipal Election In Howrah: কলকাতা পুরসভা নির্বাচনে মহিলাদের ক্ষমতা বৃদ্ধির আভাস পাওয়া গেছে তৃণমূলের প্রার্থী তালিকায়

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: হাওড়া পুরভোটের আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া বাম পুরবোর্ডের প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল। হাওড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড থেকে ২০০৮ সালে বামেদের প্রার্থী হিসাবে জয়ী হয়ে মেয়রের দায়িত্ত্ব পেয়েছিলেন  তিনি। ২০১৩ সালে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন মমতা। এর পর থেকেই বামদের বিভিন্ন আন্দোলনেও পথে দেখা গিয়েছিল মমতাকে। তবে শেষ লোকসভা ভোট থেকে মমতাকে আর কোনও রাজনৈতিক লড়াইয়ে দেখা যায়নি। বিধানসভা ভোটের আগেই উত্তর হওয়ার দাপুটে সিপিএম নেতা লগনদেও সিং তৃণমূলে যোগ দেন , পরবর্তীকালে হাওড়ার তৃণমূল কংগ্রেসের বর্তমান চেয়ারম্যান পদে দায়িত্ব ভার পান। মন্ত্রী অরূপ রায়কে সরিয়ে দল লগনদেও সিংকে দায়িত্ব দেয় দল। লগনদেও সিংয়ের ছায়া সঙ্গী মমতা জয়সওয়ালও তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
কলকাতা পুরসভা নির্বাচনে মহিলাদের ক্ষমতা বৃদ্ধির আভাস পাওয়া গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায় | জেলা তৃণমূলের নেতৃত্বের দাবি, কে মেয়র হবেন বা কে প্রার্থী হবেন তা রাজ্য কমিটি ঠিক করবে | তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চাইছেন একাধিক রাজনৈতিক দলের মুখেরা | মন্ত্রী অরূপ রায়ের তরফে মমতা জয়সওয়ালের যোগদানের বিষয় সত্যতা স্বীকার করা হয়েছে | তবে তাঁর যোগদান পুরভোটকে সামনে রেখেই বলে মানতে চাননি তিনি |
advertisement
advertisement
মমতা জয়সওয়ালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দীর্ঘদিন মেয়র ছিলাম, মানুষের জন্য কাজ করেছি, সুযোগ পেলে আবার করব| তবে যোগদানের কারণ নিয়ে যা বলার তিনি যোগদানের পরেই বলবেন বলে জানিয়েছেন| জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার জেলা তৃণমূলের সদর দফতরে হবে এই যোগদান পক্রিয়া | এই বিষয়ে বামেদের দাবি, কে কোথায় থাকবেন, আর কে কোথায় যোগদান করবেন তা নিয়ে তাদের কোনও মাথা ব্যথা নেই | যিনি রাস্তায় না থেকে ক্ষমতার লোভের রাজনীতি করেন তাঁর জন্য বামেদের কোনও ক্ষতি হবে না |
advertisement
Debasish Chakrabarty
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: পুরভোটের মুখে বাম শিবির ছেড়ে তৃণমূলে, হাওড়ায় রাজনীতিতে বড় বদলের ইঙ্গিত
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement