Howrah Toto accident: বেপরোয়া টোটো, উল্টে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর! আগুন জ্বলল হাওড়ায়

Last Updated:

টোটোর ধাক্কায় ওই ছাত্রী রাস্তার উপরে ছিটকে পড়লে তার উপরই উল্টে যায় মাল বোঝাই ওই টোটো৷

টোটোয় আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷
টোটোয় আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷
ডোমজুড়: অটোর দৌরাত্ম ছিলই৷ তার সঙ্গে এখন যুক্ত হয়েছে টোটোও৷ এবার হাওড়ায় বেপরোয়া টোটোর নীচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর৷
এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড়ে৷ ঘাতক টোটোতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী৷
advertisement
এ দিন সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের ভান্ডারদাহে৷ জানা গিয়েছে, নিহত ছাত্রীর নাম অর্পিতা সর্দার৷ এ দিন সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় একটি মালবোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই ছাত্রীকে ধাক্কা মারে৷
advertisement
টোটোর ধাক্কায় ওই ছাত্রী রাস্তার উপরে ছিটকে পড়লে তার উপরই উল্টে যায় মাল বোঝাই ওই টোটো৷ স্থানীয় বাসিন্দারা ছুটে এসে টোটোর নীচ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন৷ গুরুতর আহত অবস্থায় হাসপাাতালে নিয়ে গেলে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়৷
ছাত্রীর মৃত্যু সংবাদ আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা৷ ঘাতক টোটোতে আঘুন ধরিয়ে দেওয়া হয়৷ ঘটনাস্থলে এসে অভিযুক্ত টোটো চালককে আটক করে ডোমজুড় থানার পুলিশ৷ ঘটনায় শোকের ছায়ায় নেমে এসেছে এলাকায়৷ দুঃসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে শিশুটির পরিবার৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Toto accident: বেপরোয়া টোটো, উল্টে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর! আগুন জ্বলল হাওড়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement