Birbhum: পড়াশোনায় মনোযোগ নেই, মেয়েকে বকুনি মায়ের! অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী
- Published by:Ankita Tripathi
- local18
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Birbhum: পড়াশোনায় মনোযোগ নেই মেয়ের৷ বকাঝকা করেছিলেন মা৷ মায়ের বকুনির পরেই আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী।
বীরভূম: পড়াশোনায় মনোযোগ নেই মেয়ের৷ বকাঝকা করেছিলেন মা৷ মায়ের বকুনির পরেই আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী। সূত্রের খবর অনুযায়ী, বিষ খেয়ে আত্মহত্যা করেছে পড়ুয়া৷ মাত্র ১৭ বছর বয়সেই মৃত্যু দশম শ্রেণীর ছাত্রীর৷
বীরভূমের ইলামবাজার থানার সিরশা গ্রামের ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া৷ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতা ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে পাঠরতা ছিল৷ এইবছরই মাধ্যমিক দিত সে৷ কিন্তু পড়াশোনা ঠিকঠাক করছিল না বলে মা তাঁকে বকাঝকা করে। মায়ের বকাঝকার জেরে অভিমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
আরও পড়ুন: মহাদুর্লভ যোগ! ‘২৬ সালের শুরুতেই একাধিক রাজযোগ, ৩ রাশির জ্যাকপট, নতুন বছরেই সাফল্যে হাতের মুঠোয়
advertisement
advertisement
আরও পড়ুন: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
বিষ খাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে ইলামবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু তাও শেষরক্ষা করা যায় নি৷ বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়েছে পড়ুয়ার৷
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum: পড়াশোনায় মনোযোগ নেই, মেয়েকে বকুনি মায়ের! অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী








