MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
MGNREGA: নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের৷ মনরেগা (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-MGNREGA) প্রকল্পের নাম বদলে হবে বিকশিত ভারত-রোজগার এবং অজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি (Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin): VB—G RAM G)৷ এই নতুন নামকরণ নিয়ে সংসদে বিল আনতে চলেছে সরকার৷
নয়াদিল্লি: নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের৷ মনরেগা (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-MGNREGA) প্রকল্পের নাম বদলে হবে বিকশিত ভারত-রোজগার এবং অজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি (Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin): VB—G RAM G)৷ এই নতুন নামকরণ নিয়ে সংসদে বিল আনতে চলেছে সরকার৷ ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার৷
মনরেগা প্রকল্পের অধীনে শ্রমিকদের বেতনের সম্পূর্ণ ভারই ছিল কেন্দ্রের উপর৷ লেবার কস্ট পুরোপুরি এবং টেরিয়াল কস্টে ৭৫ শতাংশ দায়িত্ব কেন্দ্রের ছিল৷ কিন্তু নতুন এই বিলে পেমেন্টের বোঝা রাজ্যগুলির ওপর চাপাতে চলেছে কেন্দ্র সরকার৷ নতুন বিল অনুযায়ী এই প্রকল্পের টাকার জোগানের ৪০ শতাংশ দিতে হবে রাজ্যকে৷ কেন্দ্র দেবে বাকি ৬০ শতাংশ৷
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী,এই প্রকল্প বিকশিত ভারত ২০৪৭–এর জাতীয় ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রামীণ উন্নয়ন কাঠামো, যার মাধ্যমে প্রতিটি আর্থিক বছরে স্বেচ্ছায় অদক্ষ ম্যানুয়াল কাজ করতে ইচ্ছুক প্রত্যেক গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য একশো পঁচিশ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনগত নিশ্চয়তা প্রদান করা হয়৷ ক্ষমতায়ন, প্রবৃদ্ধি, সমন্বয় এবং সর্বজনীন পরিপূর্ণতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও সহনশীল গ্রামীণ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই প্রকল্প৷
advertisement
মনরেগা প্রকল্পের শুরু হয়েছিল এনরেগা(NREGA) নামে৷ ২০০৫ সালে ২ অক্টোবর তৎকালীন ইউপিএ সরকার এই বিল আনে৷ ২০০৯-এ এর নাম বদলে MGNREGA (মনরেগা) করা হয়। এই সোশ্যাল সিকিউরিটি মেজার MGNREGA-র অধীনে কাজকে আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করেছিল, মানে সরকার চাকরি চাওয়া হলে দিতে বাধ্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 1:37 PM IST








