Mamata Banerjee: মুখ্যমন্ত্রী আসবেন, আরামবাগের আবর্জনা পাড়ি দেবে কলকাতা

Last Updated:

আরামবাগের পল্লিশ্রী রামকৃষ্ণ সেতু সংলগ্ন একটি বিশাল ডাম্পিং গ্রাউন্ড আছে। সেখানে গোটা মহাকুমার যাবতীয় আবর্জনা এনে ফেলা হয়। ফলে আশেপাশের এলাকায় ব্যাপক দুর্গন্ধ ছড়ায় এখান থেকে

+
জমা

জমা আবর্জনা

হুগলি: গত লোকসভা ভোটে কান ঘেঁষে আরামবাগ দখলে রেখেছিল তৃণমূল। এবারে এই আসনটি নিরাপদ করতে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়েছে রাজ্যের শাসক দল। খানিকটা সেই দিকে তাকিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি আরামবাগে প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে শহর জুড়ে সাজো সাজো রব। আর তাতেই শহরের ডাম্পিং গ্রাউন্ডের যাবতীয় বর্জ্য কিছুদিনের জন্য কলকাতায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরামবাগের পল্লিশ্রী রামকৃষ্ণ সেতু সংলগ্ন একটি বিশাল ডাম্পিং গ্রাউন্ড আছে। সেখানে গোটা মহাকুমার যাবতীয় আবর্জনা এনে ফেলা হয়। ফলে আশেপাশের এলাকায় ব্যাপক দুর্গন্ধ ছড়ায় এখান থেকে। এদিকে মুখ্যমন্ত্রীর সফরে কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি আধিকারিকরা আরামবাগে আসবেন। ফলে ১২ ফেব্রুয়ারি প্রচুর গাড়ির ভিড় হবে। তাই সেই গাড়িগুলিকে ওই ডাম্পিং গ্রাউন্ডের কাছে রাখার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু দুর্গন্ধের কারণে যাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কোনরকম ব্যাঘাত সৃষ্টি না হয় তাই কলকাতা পুরসভার সঙ্গে কথা বলে এখানকার যাবতীয় আবর্জনা ধাপার মাঠে নিয়ে গিয়ে ফেলার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
১২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী আরামবাগের কালিপুরে প্রশাসনিক বৈঠক করবেন। এই বিষয়ে আরামবাগের পুরপ্রধান সমীর ভাণ্ডারী বলেন, মুখ্যমন্ত্রী আসার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গেছে। গাড়ি পার্কিং হওয়ার কারণে ডাম্পিং গ্রাউন্ডের সব আবর্জনা কলকাতায় চলে যাবে। এতে কদিনের জন্য হলেও দুর্গন্ধ থেকে রেহাই মিলবে বলে খুশি আশেপাশের মানুষজন।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী আসবেন, আরামবাগের আবর্জনা পাড়ি দেবে কলকাতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement