Madhyamik Examination 2024: সাত সকালেই দরজায় হাজির 'অটো কাকু', ভাড়া ছাড়াই পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছেন

Last Updated:

চিরঞ্জিত সাহা নিজে আর্থিক অনটনের জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। তাই আজ যাতে কোনও পরীক্ষার্থী টাকার অভাবে বা সময়ের অভাবে পরীক্ষা দিতে যেতে অসুবিধায় না পড়ে তার জন্যই এমন উদ্যোগ

+
বিনামূল্যে

বিনামূল্যে অটো পরিষেবা 

দক্ষিণ ২৪ পরগনা: ভাড়া না নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছেন অটোচালক চিরঞ্জিত সাহা। জয়নগর থানার সরবেড়িয়ায় বাড়ি তাঁর। শুক্রবার মাধ্যমিক শুরু হ‌ওয়ার দিন থেকেই তিনি পরীক্ষর্থীদের ভাড়া ছারা পৌঁছে দিচ্ছেন।
চিরঞ্জিত সাহা নিজে আর্থিক অনটনের জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। তাই আজ যাতে কোনও পরীক্ষার্থী টাকার অভাবে বা সময়ের অভাবে পরীক্ষা দিতে যেতে অসুবিধায় না পড়ে তার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন। মাধ্যমিক পরীক্ষার প্রতিটি দিন তিনি বিনামূল্যে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবেন। এবারে মাধ্যমিক শুরু হচ্ছে ৯:৪৫ থেকে। তাই সকাল ৭ টা থেকে তিনি অটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন। পরীক্ষা শেষ হচ্ছে দুপুর ১ টায়। পরীক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুপুর ৩ টে পর্যন্ত এই বিনামূল্যের অটো পরিষেবা দিচ্ছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে চিরঞ্জিত। তিনি সরবেড়িয়া টিএস সনাতন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে এর বেশি আর পড়াশোনা করতে পারেননি। বাড়িতে রোজগার করার মতো তিনি ছাড়া আর কেউ নেই। বাড়িতে বাবা, মা, স্ত্রী ও এক ছেলে আছে। আর্থিক অনটনের মধ্যেও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই পরিষেবা দিয়ে আসছে। আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও বিনামূল্যে অটোর পরিষেবা দেবেন বলে জানিয়েছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকলে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2024: সাত সকালেই দরজায় হাজির 'অটো কাকু', ভাড়া ছাড়াই পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছেন
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement