South 24 Parganas News: তাহলে ডায়মন্ডহারবারে মূর্তিমান আতঙ্ক কি পাতিশিয়াল!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
আক্রমণের খবর এসেছিল মশারহাট ও সরিষা সহ অন্যান্য জায়গা থেকে। আক্রমণের ধরণ দেখে বন দফতরের অনুমান সেটি পাতিশিয়াল
দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবারে মূর্তিমান আতঙ্কের নাম কি পাতিশিয়াল? বন দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই কথা বলাই যায়। বেশ কিছুদিন ধরে ডায়মন্ডহারবারের বিভিন্ন জায়গা থেকে অজানা জন্তুর আক্রমণের খবর আসছিল। এতে এখনও পর্যন্ত ৮ জন আহত হয়েছেন। তাঁদেরকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।
এই আক্রমণের খবর এসেছিল মশারহাট ও সরিষা সহ অন্যান্য জায়গা থেকে। আক্রমণের ধরণ দেখে বন দফতরের অনুমান সেটি পাতিশিয়াল (Golden Jackel)-এর। এটি শিয়ালের একটি বিশেষ প্রজাতি। প্রথমে স্থানীয়রা বনবিড়াল, ভাম, খটাশ সহ আরও অন্যান্য প্রাণীর আক্রমণ বলে সন্দেহ সন্দেহ করছিলেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে মানুষের উপর বন্যপ্রাণীর আক্রমণের খবর পেয়ে সক্রিয় হয় বন দফতর। তারা দু’জায়গায় খাঁচা পাতে। বণ্যপ্রাণীটিকে ধরার চেষ্টা হচ্ছে। বন দফতরের কর্মীরা এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তবে অযথা আতঙ্কিত হওয়ার যে কিছু নেই সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে। কোথাও কিছু দেখলেই বন দফতরে খবর দিতে বলা হয়েছে এলাকাবাসীদের।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 8:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: তাহলে ডায়মন্ডহারবারে মূর্তিমান আতঙ্ক কি পাতিশিয়াল!