Science Seminar: বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের বিজ্ঞানমুখী করতে দারুণ উদ্যোগ সিজিসিআরআই-এর, হাতে-কলমে শেখার 'বড়' সুযোগ, কোথায় জানুন

Last Updated:

Chandannagar Science Seminar: বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে দারুণ পদক্ষেপ চন্দননগরে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ হাতে-কলমে পড়ুয়াদের শেখালেন সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। প্রায় সাড়ে চারশো ছাত্র-ছাত্রী অংশ নেয় এই সেমিনারে।

বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপ চন্দননগরে
বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপ চন্দননগরে
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ: বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপ চন্দননগরে। বিজ্ঞানীদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছে পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করতে বিশেষ পদক্ষেপ চন্দননগরে। শহরের মোট দশটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিলেন সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ হাতে-কলমে শেখানো হল পড়ুয়াদের। আগামী দিনে ছাত্র-ছাত্রীরা যাতে বিজ্ঞানভিত্তিক পড়াশোনার প্রতি আগ্রহ হতে পারে সেই কারণেই এই বিশেষ পদক্ষেপ।
বৃহস্পতিবার হুগলির চন্দননগরে রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ বৈজ্ঞানিক সেমিনার ও কর্মশালা। ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানভিত্তিক বিষয়ের উপরে আগ্রহী করে তুলতে যুক্ত হন বিশিষ্ট বিজ্ঞানীরা। চন্দননগরের বিভিন্ন বিদ্যালয় মিলিয়ে প্রায় সাড়ে চারশো ছাত্র-ছাত্রী অংশ নেয় এই কর্মসূচিতে। আগামী দিনে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি করতে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ সরকারি জমি দখল করে হচ্ছে টা কী! নালিশ পেয়ে পরিদর্শনে গিয়ে ‘থ’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের
এদিনের কর্মসূচি আয়োজিত হয় CSIR – Central Glass and Ceramic Research Institute, Kolkata-এর পক্ষ থেকে। প্রদর্শনীতে বিজ্ঞানীরা নিজেদের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক প্রয়োগের নানা দিক তুলে ধরেন। এছাড়াও, লাইভ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ও ডেমোনস্ট্রেশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্যার পর পর্যটনের জন্য উত্তরবঙ্গ সেরে উঠলেও পাহাড়ের স্থানীয় বাসিন্দারা বিশ বাঁও জলে! জলপাইগুড়ির ১৪ হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত
একজন উপস্থিত বিজ্ঞানী জানান, এমন বিভিন্ন বিজ্ঞানভিত্তিক বিষয়ক রয়েছে যেগুলি দেশের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। সেই কারণে এগুলি বাইরের দেশ থেকে আমদানি করার বদলে নিজেদের দেশেই তৈরি করার ব্যবস্থা করেন বিজ্ঞানীরা। দেশে যত বিজ্ঞানভিত্তিক পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীরা আগ্রহী হবে দেশ তত এগোবে। সেই কারণেই ছাত্রছাত্রীদের বিজ্ঞানভিত্তিক পড়াশোনার প্রতি আগ্রহী করতে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে এসেছেন ৬ সদস্যের একটি বিজ্ঞানীর দল।
advertisement
বৈজ্ঞানিক মহলের মতে, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণামুখী চিন্তাধারার দিকে উদ্বুদ্ধ করবে এবং দেশের বিজ্ঞানচর্চাকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Science Seminar: বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের বিজ্ঞানমুখী করতে দারুণ উদ্যোগ সিজিসিআরআই-এর, হাতে-কলমে শেখার 'বড়' সুযোগ, কোথায় জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement