Jalpaiguri: বন্যার পর পর্যটনের জন্য উত্তরবঙ্গ সেরে উঠলেও পাহাড়ের স্থানীয় বাসিন্দারা বিশ বাঁও জলে! জলপাইগুড়ির ১৪ হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত

Last Updated:

Jalpaiguri Flood Effect: উত্তরবঙ্গে বন্যার পর জলপাইগুড়ি জেলার প্রায় ১৪ হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা পাকা ধান। ক্ষতিগ্রস্ত ফুলকফি, বাধাকপির ক্ষেতও। এই অবস্থায় কী করে ঘুরে দাঁড়াবেন তা বুঝে উঠতে পারছেন না জলপাইগুড়ির তিস্তা ও জলঢাকা পাড়ের কৃষকেরা।

জলপাইগুড়ি জেলার প্রায় ১৪ হাজার হেক্টর কৃষিজমি বন্যায় প্লাবিত হয়েছে
জলপাইগুড়ি জেলার প্রায় ১৪ হাজার হেক্টর কৃষিজমি বন্যায় প্লাবিত হয়েছে
শান্তনু কর, জলপাইগুড়ি: সম্প্রতি উত্তরবঙ্গে ঘটে যাওয়া বন্যা মারাত্মকভাবে ক্ষতি করেছে পাহাড় ও পাহাড়ে বসবাসকারী মানুষদের। প্রাকৃতিক দুর্যোগের পর পর্যটকদের জন্য উত্তরবঙ্গকে দ্রুত সারিয়ে তোলা হলেও পাহাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা এখনও বিশ বাঁও জলে। এখনও ত্রাণ শিবিরে দিন কাটাতে হচ্ছে বহু মানুষকে। ফিরতে পারেননি ঘরে। বন্যার জলে ঘরবাড়ির পাশাপাশি জমি, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। একই চিত্র জলপাইগুড়ি জেলাতেও। জলের তোড়ে ভেসে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। জলের তলায় চলে গিয়েছে ধান ও সবজি ক্ষেত। জেলার প্রায় ১৪ হাজার হেক্টর কৃষিজমি বন্যার জলে প্লাবিত হয়েছে বলে জানা যাচ্ছে। আর্থিক অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমান কত তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ গরুর গুঁতো খেয়ে রাস্তার পাশে ফুটন্ত তেলের কড়াইয়ে বৃদ্ধ দম্পতি, ঝলসে গেল…! প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন, ধূপগুড়িতে চাঞ্চল্য
বন্যার জলে ধুয়ে নষ্ট হয়ে গিয়েছে বহু জমির পাকা ধান। বন্যার জলের সঙ্গে পলি বয়ে এসে জমির পাকা ধান নষ্ট করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলকফি, বাধাকপির ক্ষেতও। এই অবস্থায় কী করে ঘুরে দাঁড়াবেন তা বুঝে উঠতে পারছেন না জলপাইগুড়ির তিস্তা ও জলঢাকা পাড়ের কৃষকেরা।
advertisement
আরও পড়ুনঃ সরকারি জমি দখল করে হচ্ছে টা কী! নালিশ পেয়ে পরিদর্শনে গিয়ে ‘থ’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের
এক স্থানীয় কৃষক জানান, যে ধানগুলো পাকার মুখে ছিল বন্যার জলের সঙ্গে পলি এসে তা ঢেকে দিয়েছে। আর যে ধানগুলোতে সবে ফুল এসেছে তাও পচিয়ে দিয়েছে। জমি থেকে ধান পাওয়ার আশা আর এখানে নেই। পাশাপাশি শীতকালীন যে সমস্ত সবজির চাষ শুরু হয়েছিল সেই চারা গাছও সব নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri: বন্যার পর পর্যটনের জন্য উত্তরবঙ্গ সেরে উঠলেও পাহাড়ের স্থানীয় বাসিন্দারা বিশ বাঁও জলে! জলপাইগুড়ির ১৪ হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement