Dhupguri: গরুর গুঁতো খেয়ে রাস্তার পাশে ফুটন্ত তেলের কড়াইয়ে বৃদ্ধ দম্পতি, ঝলসে গেল...! প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন, ধূপগুড়িতে চাঞ্চল্য
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Dhupguri News: ধূপগুড়ি বাজারের ফুটপাত জুড়ে অবৈধভাবে চলছে ভাজাভুজির দোকান। খোলা আকাশের নিচে উনুনে ফুটন্ত তেলে ভাজার কাজ চলে প্রতিদিনই। গরুর গুঁতো খেয়ে সেই ফুটন্ত তেলের কড়াইয়ে পড়লেন বৃদ্ধ দম্পতি। ঝলসে গেল গা।
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: স্বামী-স্ত্রী মিলে বাজার করতে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার ধারে ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে গুরুতরভাবে আহত হলেন বৃদ্ধ দম্পতি-সহ আরও ২। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তারা হলেন আলীজা বিবি ও মহিররুদ্দিন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি বাজার থেকে থানার দিকে যাওয়া ব্যস্ততম রাস্তায় ফুটপাত জুড়ে অবৈধভাবে চলছে ভাজা-পোড়া ও চপ-সিঙারার দোকান। গ্যাস সিলিন্ডার বসিয়ে খোলা আকাশের নিচে উনুনে ফুটন্ত তেলে ভাজার কাজ চলে প্রতিদিনই। এভাবেই চলছিল এক দোকানে সিঙারা ভাজার কাজ। বুধবার এক গরু রাস্তায় হঠাৎই এক পথচলতি মহিলাকে শিং দিয়ে গুঁতিয়ে দেয়। ওই মহিলা এবং তাঁর স্বামী ভারসাম্য হারিয়ে পড়ে যান দোকানের ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে। মুহূর্তের মধ্যে গরম তেলে ঝলসে যায় স্বামী-স্ত্রীর গা। ফুটন্ত তেল ছিটকে এসে লাগে দোকানের দুই কর্মচারীর উপর। আহত হন তাঁরাও।
advertisement
আরও পড়ুনঃ সোনাদানা পরে বাড়ির বাইরে পা রাখা দুষ্কর, দিনেদুপুরে নকশালবাড়িতে মহিলার সঙ্গে যা হল…! ভয়ে কাঁটা এলাকাবাসী
চারজনকেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, আলীজা বিবির শরীরের বিভিন্ন অংশে এবং তাঁর স্বামীর পায়ে গুরুতরভাবে দগদগে পোড়া ঘা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
advertisement
advertisement
এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন রাস্তায় অবৈধভাবে ফুটপাতে গ্যাস উনুন বসিয়ে খাবার বিক্রি হলেও পৌর কর্তৃপক্ষ বা পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। এর আগে একইভাবে একটি শিশু আহত হয়েছিল। নজরদারির অভাবেই ফের ঘটল বড়সড় দুর্ঘটনা।
নাগরিক মহলের দাবি, শহরের ব্যস্ত রাস্তায় এভাবে বিপজ্জনকভাবে রান্না-বিক্রির ব্যবসা বন্ধ করতে হবে অবিলম্বে। না হলে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 15, 2025 4:22 PM IST