Snatching: সোনাদানা পরে বাড়ির বাইরে পা রাখা দুষ্কর, দিনেদুপুরে নকশালবাড়িতে মহিলার সঙ্গে যা হল...! ভয়ে কাঁটা এলাকাবাসী

Last Updated:

Naxalbari Snatching: নকশালবাড়িতে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি। জানা যাচ্ছে, খোয়া যাওয়া সোনার হারটির মূল্য আড়াই লক্ষ টাকা। ছিনতাইয়ের গোটা ঘটনা রাস্তার একটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ঘটনার তদন্ত করছে নকশালবাড়ি থানার পুলিশ।

নকশালবাড়িতে দুঃসাহসিক  ছিনতাই
নকশালবাড়িতে দুঃসাহসিক ছিনতাই
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি। বাড়ির সামনে থেকে মহিলার গলার সোনার হার টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল বাইকে থাকা দুই দুষ্কৃতী। মঙ্গলবার নকশালবাড়ির দক্ষিণ দয়ারাম এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। বাড়ির গেটের মুখে এমন ছিনতাইয়ের ঘটনা যেন বিশ্বাসই করতে পারছেন না এলাকার লোকজন। সোনাদানা পরে বাড়ির বাইরে বের হওয়া দায়, আতঙ্কের সুর স্থানীয় লোকজনদের কণ্ঠে।
প্রকাশ্য দিবালোকে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই। বাইকে চেপে এসে দুই যুবক মহিলার গলা থেকে সোনার হারটি ছিনতাই করে চম্পট দেয়। দার্জিলিংয়ের নকশালবাড়ির দক্ষিণ দয়ারাম এলাকার ঘটনাটি রাস্তার একটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে।
মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতী
advertisement
advertisement
মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতী
জানা যাচ্ছে, এদিন বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দুই মহিলা। কথা বলছিলেন তাঁরা। ঠিক সেই সময় পিছন থেকে মোটরবাইকে চেপে ২ জন দুস্কৃতী এসে এক মহিলার গলা থেকে সোনার হার ছিঁড়ে নিয়ে বাইক ছুটিয়ে পালিয়ে যায়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার পর থেকে আতঙ্ক গোটা এলাকায়।
advertisement
ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, খোয়া যাওয়া সোনার হারটির মূল্য আড়াই লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, আগে থেকে এলাকা রেইকি করেই এদিন ছিনতাই করেছে দুষ্কৃতীরা। বাইকে আসা দুই দুষ্কৃতীর মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। অপরজনের ছিল না।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Snatching: সোনাদানা পরে বাড়ির বাইরে পা রাখা দুষ্কর, দিনেদুপুরে নকশালবাড়িতে মহিলার সঙ্গে যা হল...! ভয়ে কাঁটা এলাকাবাসী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement